চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত
কুমিল্লা নগরীতে চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনিতে মোহাম্মদ সায়েম (২২) নামের এক যুবক নিহত হয়েছে।
বৃহস্পতিবার কুমিল্লার বিসিক শিল্প নগরীতে চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনিতে মোহাম্মদ সায়েম (২২) নামের এক যুবক নিহত হয়েছে। নিহত সায়েম রংপুরের মোহাম্মদ আমিন উল্লাহর ছেলে। সে ১৫-১৬ বছর পূর্বে কুমিল্লায় একটি ভাড়া বাসায় উঠেন। এরপর থেকে সেখানেই চাঁদাবাজি, ছিনতাইসহ নানান অপরাধে জড়িত হয়ে পড়েন। তার বিরুদ্ধে একাধিক মামলা এবং ওয়ারেন্ট রয়েছে। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পূর্বের ন্যায় জান্নাত ফুডসে এসে চাঁদাবাজির চেষ্টা করেন সায়েম। এসময় কারখানার শ্রমিকরা তাকে আটক করে গণপিটুনি দেন। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবর পেয়ে সায়েমের সঙ্গীরা জান্নাত ফুডসে এসে হামলা চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
কুমিল্লা নগরীতে চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনিতে মোহাম্মদ সায়েম (২২) নামের এক যুবক নিহত হয়েছে।
একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।