একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।
একনজর সোশ্যাল হতে যাচ্ছে টুইটারের বাংলাদেশী অল্টারনেটিভ। এখানে আমরা রাজনৈতিক নেতাদেরও পেজ খোলার অপশন দেব, তারা টুইটারের মত করে ব্যবহার করতে পারবেন। সাধারণ ব্যবহারকারী ও প্রফেশনালদের জন্য তো বছরে মাত্র ১ হাজার টাকা চার্য করতেসি, রাজনৈতিক নেতাদের এই ফি বেশী হবে।
সোশ্যাল মিডিয়া বানানোর পথে একটা দুষ্টচক্র আছে। ভিজিটর/অডিয়েন্স নাই, তাই ইউজার আসে না—ইউজার আসে না, তাই অডিয়েন্স নাই। এই দুষ্টচক্র ভাঙার দ্বারপ্রান্তে আছি আমরা।
এখানে আরেকটা দুষ্টচক্র আছে, সেটা মিডিয়া স্বাধীনতা বিষয়ক। আপনি যদি বিজ্ঞাপণ নির্ভর সোশ্যাল মিডিয়া বানান, তাহলে স্বাধীনতা থাকবে না। আর স্বাধীনতা না থাকলে ফেসবুকই তো ভালো, কেন নতুন একটা প্লাটফর্মে যাবে পাবলিক? আশার কথা হচ্ছে এই বিপদ কাটানোর উপায়ও আমাদের হাতে আছে। একটু আস্তে-ধীরে এগুচ্ছি।
বাংলাদেশের জন্য এখনো স্টারলিংকের প্রাইস নির্ধারন করা হয়নি।
কিন্তু কিছু পেজ থেকে স্টারলিংকের ভুল প্রাইসলিস্ট (ইন্টারন্যাশনাল) প্রচার করা হচ্ছে। পেজগুলো যে প্রাইস দেখাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে নির্দিষ্ট পরিমানে ডাটা ক্যাপ আছে। এগুলো রেগুলার প্রাইস না, রোমিং প্রাইস। রোমিং মানে হচ্ছে যেটা নিয়ে আপনি ঘুরাঘুরি করতে পারবেন, নির্দিষ্ট কোন এলাকায় সেটাপ করা (স্টেশনারি) না। যেমন ধরেন- আপনি আমেরিকায় বসে স্টারলিংক নিলেন, তারপর বাংলাদেশে বেড়াতে আসার সময় একই কানেকশন নিয়ে চলে এলেন। সেক্ষেত্রে এই (Roam) রেট ও ডাটা ক্যাপ প্রযোজ্য হবে। ডাটা ক্যাপটাও পার্মানেন্ট না। এর মানে হচ্ছে ৫০ গিগা পর্যন্ত ফুল স্পিড পাবেন, এরপর স্পিড কিছুটা কমে যাবে। ডাটা শেষ হয়ে যাবে না।
মন্তব্যের থ্রেড শুরু হবে এখান থেকে। এখানে সদস্যরা মন্তব্য করবেন এবং মন্তব্যের জবাব দিবেন। সাথে আমাদের ফ্যাক্ট চেকার টীমও কাজ করবে। কোন মন্তব্যের বিষয়ে বিশেষ কোন ফ্যাক্ট পাওয়া গেলে সেটা নিচে যুক্ত করা হবে।
কিন্তু কিছু পেজ থেকে স্টারলিংকের ভুল প্রাইসলিস্ট (ইন্টারন্যাশনাল) প্রচার করা হচ্ছে। পেজগুলো যে প্রাইস দেখাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে নির্দিষ্ট পরিমানে ডাটা ক্যাপ আছে। এগুলো রেগুলার প্রাইস না, রোমিং প্রাইস।
একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।