Web Analytics
সাম্প্রতিক আলাপ
avatar
Trivuz Alam

একনজর সোশ্যাল হতে যাচ্ছে টুইটারের বাংলাদেশী অল্টারনেটিভ। এখানে আমরা রাজনৈতিক নেতাদেরও পেজ খোলার অপশন দেব, তারা টুইটারের মত করে ব্যবহার করতে পারবেন। সাধারণ ব্যবহারকারী ও প্রফেশনালদের জন্য তো বছরে মাত্র ১ হাজার টাকা চার্য করতেসি, রাজনৈতিক নেতাদের এই ফি বেশী হবে।


বিষয়ঃ সোশ্যাল মিডিয়া Like Comment (0) Reply
avatar
Trivuz Alam

সোশ্যাল মিডিয়া বানানোর পথে একটা দুষ্টচক্র আছে। ভিজিটর/অডিয়েন্স নাই, তাই ইউজার আসে না—ইউজার আসে না, তাই অডিয়েন্স নাই। এই দুষ্টচক্র ভাঙার দ্বারপ্রান্তে আছি আমরা।

এখানে আরেকটা দুষ্টচক্র আছে, সেটা মিডিয়া স্বাধীনতা বিষয়ক। আপনি যদি বিজ্ঞাপণ নির্ভর সোশ্যাল মিডিয়া বানান, তাহলে স্বাধীনতা থাকবে না। আর স্বাধীনতা না থাকলে ফেসবুকই তো ভালো, কেন নতুন একটা প্লাটফর্মে যাবে পাবলিক? আশার কথা হচ্ছে এই বিপদ কাটানোর উপায়ও আমাদের হাতে আছে। একটু আস্তে-ধীরে এগুচ্ছি।


বিষয়ঃ সোশ্যাল মিডিয়া Like Comment (0) Reply
avatar
Trivuz Alam

বাংলাদেশের জন্য এখনো স্টারলিংকের প্রাইস নির্ধারন করা হয়নি।

কিন্তু কিছু পেজ থেকে স্টারলিংকের ভুল প্রাইসলিস্ট (ইন্টারন্যাশনাল) প্রচার করা হচ্ছে। পেজগুলো যে প্রাইস দেখাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে নির্দিষ্ট পরিমানে ডাটা ক্যাপ আছে। এগুলো রেগুলার প্রাইস না, রোমিং প্রাইস। রোমিং মানে হচ্ছে যেটা নিয়ে আপনি ঘুরাঘুরি করতে পারবেন, নির্দিষ্ট কোন এলাকায় সেটাপ করা (স্টেশনারি) না। যেমন ধরেন- আপনি আমেরিকায় বসে স্টারলিংক নিলেন, তারপর বাংলাদেশে বেড়াতে আসার সময় একই কানেকশন নিয়ে চলে এলেন। সেক্ষেত্রে এই (Roam) রেট ও ডাটা ক্যাপ প্রযোজ্য হবে। ডাটা ক্যাপটাও পার্মানেন্ট না। এর মানে হচ্ছে ৫০ গিগা পর্যন্ত ফুল স্পিড পাবেন, এরপর স্পিড কিছুটা কমে যাবে। ডাটা শেষ হয়ে যাবে না।


বিষয়ঃ স্টারলিংকের বাংলাদেশে আগমন Like Comment (3) Reply

একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।

analytics