Web Analytics

থ্রেড কী এবং কিভাবে তা আমাদের কাজে আসবে?

আমাদের সামাজিক ও জাতীয় জীবনে অনেক ঘটনা ঘটে যেগুলোর সুরাহা হয় না, কারণ আমরা অন্য কোনকিছু নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক ইস্যু আসতে থাকে আর আমরা পুরানো ঘটনাগুলো ভুলতে বসি, এতে সমস্যাগুলো চাপা পড়ে যায়। এসব বিষয় মাথায় রেখে এই থ্রেড ফিচারটা তৈরি করা হয়েছে। এখানে বিভিন্ন ঘটনার বর্ণনা, টাইমলাইন, নিউজ ও সোশ্যাল মিডিয়ায় সেসব ঘটনা নিয়ে কাভারেজ, এবং গুজবগুলোর আর্কাইভ হবে। এতে ঐ ঘটনা সম্পর্কে কেউ এক নজরে সব জেনে ফেলতে পারবেন, পুরানো ঘটনাগুলোর ফলোআপ দেখতে পাবেন। একইসাথে যেহেতু আমরা গুজবগুলোও কাভার করবো, তাই যারা ওসব গুজবে বিভ্রান্ত হয়েছিলেন তারা এখানে এসে নিজেদের ভুল সংশোধন করতে পারবেন। গুজব যারা রটায় এবং প্রচার করে, তাদেরকে ট্র্যাক করার একটা ম্যাকানিজমও আমরা দাঁড় করাচ্ছি। এসবকিছু নিয়েই থ্রেড, যা আমাদের দেশ ও সমাজের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে বলেই আমরা বিশ্বাস করি।


News Media

0

Photo Card

0

Rumor

0

Social Media

0

গুজব ঠেকানোর লক্ষ্যে 'এক নজর' মিডিয়া প্লাটফর্ম

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর প্রবনতা বৃদ্ধি পাওয়াতে মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন ঠেকানোর লক্ষ্যে 'এক নজর' নামের একটি মিডিয়া প্লাটফর্ম আসছে। এটি সোশ্যাল মিডিয়া আদলে পাবলিক কন্ট্রিবিউশের মাধ্যমে পরিচালিত হবে যেখানে এর সাবস্ক্রাইবাররা কনটেন্ট শেয়ার করবেন। একটি শক্তিশালী মডারেশন প্যানেল ও ফ্যাক্ট চেকিং প্যানেল মিসইনফরমেশন ঠেকানোর দায়িত্ব পালন করবে।


News Media

0

Photo Card

0

Rumor

0

Social Media

0


একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।