বিশ্বব্যাংকের অর্থায়নে ২৭টি বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল নেটওয়ার্ক বসাবে ব্র্যাকনেট
বুধবার (২০ আগস্ট) রাজধানী ঢাকায় এই চুক্তি স্বাক্ষরিত হয়। এর আওতায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ ২৭টি সরকারি বিশ্ববিদ্যালয়ে উন্নত নেটওয়ার্ক অবকাঠামো ও ক্লাউডভিত্তিক ওয়াইফাই সুবিধা স্থাপন করা হবে। এতে ৬০ হাজারের বেশি শিক্ষার্থী, শিক্ষক ও গবেষক উপকৃত হবেন।