জাবির মুক্ত আকাশে মেলল ডানা, প্রাণে বেঁচে গেল ৫৫ পাখি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিভিন্ন প্রজাতির টিয়া, ঘুঘু, ভুবনচিল, কচ্ছপসহ নানা ধরনের বন্য প্রাণী অবমুক্ত করা হয়েছে। প্রাণীগুলো হলো ৪২টি টিয়া, ৪টি হরিয়াল ঘুঘু, ৭টি ভুবনচিল, ২টি কালিম ও কয়েকটি কচ্ছপ।