সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর পাকিস্তানের অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি বাবর আজমকে দলের ‘মেরুদণ্ড’ হিসেবে আখ্যা দিয়েছেন। রাওয়ালপিন্ডির পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ জয়ের পর তিনি বলেন, দলের সাফল্যের মূল কারণ ছিল ঐক্য ও সমন্বয়। আফ্রিদি বাবর আজমের সেঞ্চুরি ও মোহাম্মদ রিজওয়ানের ধারাবাহিক পারফরম্যান্সের প্রশংসা করেন। চোট থেকে ফেরা ওয়াসিম জুনিয়রের পারফরম্যান্সকেও তিনি প্রশংসা করেন এবং জানান, দলের বোলাররা ম্যাচ ঘোরানোর ক্ষমতা রাখে। অন্যদিকে, শ্রীলঙ্কার ব্যাটিং কোচ জুলিয়ান উড পাকিস্তানের পারফরম্যান্স ও দর্শকদের সমর্থনের প্রশংসা করেন। তিনি বলেন, শুরুতেই দ্রুত উইকেট হারানোই তাদের পরাজয়ের মূল কারণ। তবে তিনি বিশ্বকাপের প্রস্তুতিতে মনোযোগী থাকার আহ্বান জানান এবং আসন্ন টি–টোয়েন্টি ট্রাই সিরিজে নতুন পরিকল্পনার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
ওয়ানডে সিরিজ জয়ের পর বাবর আজমকে দলের মেরুদণ্ড বললেন শাহীন আফ্রিদি
এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ফেসবুকে একটি অনুপ্রেরণামূলক পোস্ট দিয়েছেন। তিনি ২০২১ সালের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের একটি ভিডিও শেয়ার করেন, যেখানে বাংলাদেশ ৭৯ মিনিট পর্যন্ত ভারতকে রুখে রেখেছিল, পরে সুনীল ছেত্রীর দুই গোলে হেরে যায়। ভিডিওতে দেখা যায়, জামাল ভারতীয় ফরোয়ার্ড ব্রেন্ডন ফের্নান্দেজকে ট্যাকল করছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মাঠের প্রতিটি ইঞ্চির জন্য লড়াই করো।’ এই পোস্টকে আসন্ন ম্যাচের আগে দলের মনোবল বাড়ানোর প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। জামালের অভিষেকের পর থেকে ভারত-বাংলাদেশের ছয় ম্যাচে বাংলাদেশ মাত্র একবার হেরেছে। হামজা চৌধুরীও ফেসবুকে জানিয়েছেন, দল বড় ম্যাচের জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং জয়ের আশাবাদী।
ভারতের বিপক্ষে ম্যাচের আগে ২০২১ সালের স্মৃতি টেনে দলকে উজ্জীবিত করলেন জামাল ভূঁইয়া
জার্মানি ও নেদারল্যান্ডস ইউরোপীয় বাছাইপর্বের শেষ ম্যাচে বড় জয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। লাইপজিগে জার্মানি স্লোভাকিয়াকে ৬-০ গোলে হারায়, আর অ্যামস্টারডামে নেদারল্যান্ডস লিথুয়ানিয়াকে ৪-০ গোলে পরাজিত করে। দুই দলই ড্র করলেই বিশ্বকাপে জায়গা পেত, তবে তারা আক্রমণাত্মক ফুটবলে জয় নিশ্চিত করে। স্লোভাকিয়া ও পোল্যান্ড নিজ নিজ গ্রুপে দ্বিতীয় হয়ে মার্চে ১৬ দলের ইউরোপীয় প্লে-অফে সুযোগ পেয়েছে। নর্দার্ন আয়ারল্যান্ডও নেশনস লিগের পারফরম্যান্সে প্লে-অফে জায়গা করে নেয়। ক্রোয়েশিয়া আগেই যোগ্যতা অর্জন করেছিল এবং মন্টেনেগ্রোকে ৩-২ গোলে হারায়। চেক প্রজাতন্ত্র জিব্রাল্টারকে ৬-০ গোলে হারিয়ে দ্বিতীয় হয়। জার্মানির হয়ে নিক ভল্টেমাড, সের্জ গেনাব্রি, লেরয় সানে, রিডলে বাকু ও আসান ওয়েদ্রাওগো গোল করেন। নেদারল্যান্ডসের হয়ে গোল করেন টিয়ানি রেইনডার্স, কোডি গাকপো, জাভি সিমন্স ও ডনিয়েল ম্যালেন।
ইউরোপীয় বাছাইয়ে দাপুটে জয়ে ২০২৬ বিশ্বকাপে জায়গা পেল জার্মানি ও নেদারল্যান্ডস
দুই বছরেরও বেশি সময় পর নিজেদের ঐতিহ্যবাহী ঘর ক্যাম্প ন্যুতে ফিরছে বার্সেলোনা। আগামী ২২ নভেম্বর অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে লা লিগার ম্যাচ দিয়ে পুনর্নির্মিত স্টেডিয়ামে ফিরবে কাতালান ক্লাবটি। সোমবার এক বিবৃতিতে বার্সেলোনা এই তথ্য জানিয়েছে। ২০২২–২৩ মৌসুমে শেষবার ক্যাম্প ন্যুতে খেলেছিল দলটি, এরপর থেকে মন্টজুইক পাহাড়ের অলিম্পিক স্টেডিয়ামে খেলতে হয় তাদের। ১.৫ বিলিয়ন ইউরোর এই পুনর্গঠন প্রকল্প নানা দেরি ও নির্মাণ জটিলতায় নির্ধারিত সময়ের এক বছর পর সম্পন্ন হচ্ছে। প্রথম ধাপে ৪৫,৪০১ দর্শকের জন্য স্টেডিয়ামটি খোলা হবে, পরে ধারণক্ষমতা বাড়বে ১,০৫,০০০-এ। চলতি মাসের শুরুতে পরীক্ষামূলকভাবে ২৩,০০০ দর্শক নিয়ে একটি ওপেন ট্রেনিং সেশন অনুষ্ঠিত হয়। বার্সেলোনা আশা করছে, ৯ ডিসেম্বর আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ম্যাচটি এখানেই আয়োজনের অনুমতি দেবে উয়েফা।
৯০৫ দিন পর পুনর্নির্মিত ক্যাম্প ন্যুতে ফিরছে বার্সেলোনা বিলবাওয়ের বিপক্ষে ম্যাচে
এএফসি এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বের ফিরতি লেগে আগামী ১৮ নভেম্বর বাংলাদেশে মুখোমুখি হবে ভারত। এই ম্যাচকে ঘিরে আলোচনায় রয়েছেন অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত ফুটবলার রায়ান উইলিয়ামস, যিনি সম্প্রতি ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন। তবে ফিফা ও ফুটবল অস্ট্রেলিয়ার অনুমতি ছাড়াই ভারত তাকে দলে নিয়ে ঢাকায় এসেছে। নিয়ম অনুযায়ী, ফুটবল অস্ট্রেলিয়ার অনাপত্তিপত্র (এনওসি) পাওয়ার পরই ফিফা ও এএফসির অনুমোদন নিতে হবে। এই অনুমতি না পেলে উইলিয়ামস বাংলাদেশের বিপক্ষে খেলতে পারবেন না। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) জানিয়েছে, উইলিয়ামস দলের সঙ্গে ঢাকায় অনুশীলন করবেন, তবে মাঠে নামা নির্ভর করবে প্রয়োজনীয় আন্তর্জাতিক অনুমোদন পাওয়ার উপর।
বাংলাদেশ ম্যাচের আগে রায়ান উইলিয়ামসকে নিয়ে ফিফা অনুমতি জটিলতায় ভারত
২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের মূল পর্বে বিশ্বের বিভিন্ন মহাদেশ থেকে মোট ৩০টি দল ইতিমধ্যে জায়গা নিশ্চিত করেছে। ইউরোপ থেকে ফ্রান্স, ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া, দক্ষিণ আমেরিকা থেকে আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে, কলম্বিয়া, ইকুয়েডর ও প্যারাগুয়ে টিকিট পেয়েছে। আয়োজক যুক্তরাষ্ট্রের পাশাপাশি উত্তর ও মধ্য আমেরিকা থেকে মেক্সিকোও যোগ দিয়েছে। আফ্রিকা থেকে আলজেরিয়া, মরক্কো, আইভরি কোস্ট, ঘানা, মিসর, সেনেগাল, তিউনিসিয়া, কেপ ভার্দে ও দক্ষিণ আফ্রিকা অংশ নেবে। এশিয়া থেকে জাপান, দক্ষিণ কোরিয়া, ইরান, সৌদি আরব, জর্ডান, কাতার ও উজবেকিস্তান এবং ওশেনিয়া থেকে নিউজিল্যান্ড জায়গা নিশ্চিত করেছে। মোট ৪৮ দলের এই টুর্নামেন্টে বাকি ১৮ দল নির্ধারিত হবে প্লে-অফ ও শেষ দিকের বাছাইপর্বের মাধ্যমে।
২০২৬ বিশ্বকাপের জন্য ৩০ দল নিশ্চিত, বাকি ১৮ দল নির্ধারিত হবে বাছাইপর্বে
বাংলাদেশ সরকার তরুণদের আত্মরক্ষার মৌলিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ২৭ কোটি ৮২ লাখ টাকার একটি নতুন প্রকল্প অনুমোদন করেছে। ‘যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ’ শীর্ষক তিন বছর মেয়াদি এই উদ্যোগটি বাস্তবায়ন করবে বিকেএসপি, যা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হবে। ২০২৮ সালের ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই প্রকল্প, যার আওতায় দেশের ৬৪ জেলার ৮ হাজার ৮৫০ জন তরুণ-তরুণী প্রশিক্ষণ পাবেন। প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে সাভারের বিকেএসপি ক্যাম্পাসসহ চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেটের আঞ্চলিক কেন্দ্রগুলোতে। প্রকল্পে প্রশিক্ষণ কার্যক্রম ও অংশগ্রহণকারীদের সহায়তায় ১৬ কোটি ৫১ লাখ টাকা, ক্রীড়া সরঞ্জাম কেনায় ৭ কোটি ৮ লাখ টাকা এবং আসবাবপত্রে ২ কোটি ১৭ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, এই উদ্যোগ তরুণদের আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও সহনশীলতা বাড়িয়ে আত্মরক্ষার কৌশল শেখাতে সহায়তা করবে।
দেশজুড়ে তরুণদের আত্মরক্ষা প্রশিক্ষণে ২৮ কোটি টাকার প্রকল্প হাতে নিল সরকার
সৌদি আরবে অনুষ্ঠিত ইসলামিক সলিডারিটি গেমসে টেবিল টেনিসের মিশ্র দ্বৈত বিভাগে ফাইনালে উঠেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সেমিফাইনালে বাহরাইনকে ৩-১ সেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় খৈ খৈ সাই মারমা ও জাভেদ আহমেদ জুটি। এই জয়ে অন্তত রৌপ্য পদক নিশ্চিত হয়েছে, যা ইসলামিক গেমসে টেবিল টেনিসে বাংলাদেশের প্রথম পদক এবং দক্ষিণ এশিয়ার বাইরে দেশের প্রথম সাফল্য। এছাড়া ভারোত্তোলনে মারজিয়া আক্তার ইকরা স্ন্যাচ, ক্লিন অ্যান্ড জার্ক ও মোট তিন বিভাগে তিনটি ব্রোঞ্জ জিতেছেন। ফলে এবারের ইসলামিক গেমসে বাংলাদেশের মোট পদক সংখ্যা দাঁড়িয়েছে চারটি।
ইসলামিক গেমসে টেবিল টেনিসে ফাইনালে উঠে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক পদক নিশ্চিত
এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ আবারও পদক জিতেছে। কম্পাউন্ড নারী এককে কুলসুম আক্তার মনি ব্রোঞ্জ পদক অর্জন করেছেন। একক ইভেন্টে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ছিলেন তিনি। সেমিফাইনালে ভারতের প্রদীপ পৃথিকার কাছে ১৪৬-১৪৫ পয়েন্টে হেরে ফাইনালে উঠতে পারেননি। তবে ব্রোঞ্জ পদকের লড়াইয়ে চাইনিজ তাইপের চেন সির বিপক্ষে শেষ সেটে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ৩০ পয়েন্ট নিয়ে ১৪৬-১৪৫ পয়েন্টে জয় পান মনি। এর আগে কম্পাউন্ড মিশ্র বিভাগে বাংলাদেশ রৌপ্য পদক জিতেছিল। মনির এই সাফল্য বাংলাদেশের আর্চারিতে নতুন গৌরব যোগ করেছে।
এশিয়ান আর্চারিতে কম্পাউন্ড নারী এককে ব্রোঞ্জ জিতলেন বাংলাদেশের কুলসুম আক্তার মনি
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের তিন ম্যাচের হকি সিরিজ। সিরিজের বিজয়ী দল হকি বিশ্বকাপের বাছাইপর্বে খেলার সুযোগ পাবে। এশিয়া কাপে অংশ না নেওয়া পাকিস্তানকে এই প্লে-অফে অংশ নেওয়ার সুযোগ দিয়েছে বিশ্ব হকি ফেডারেশন। নিরাপত্তা জোরদার করা হয়েছে, পাকিস্তান দলকে ম্যাচের দেড় ঘণ্টা আগে মাঠে আনা হবে। দর্শক আকর্ষণে টিকিট ছাড়াই খেলা দেখার সুযোগ রাখা হয়েছে। বাংলাদেশের ডাচ কোচ সিগফ্রাইড আইকম্যান বলেছেন, পাকিস্তানের সঙ্গে পার্থক্য কমানোই তাদের লক্ষ্য। অধিনায়ক রেজাউল করিম বাবু নিয়মিত লিগ ও ক্যাম্পের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন। পাকিস্তানের কোচ ওসমান আহমেদ ও অধিনায়ক আম্মাদ শাকিল ভাট বাংলাদেশের আতিথেয়তা ও স্টেডিয়ামের পরিবেশের প্রশংসা করেছেন। পাকিস্তানের প্রধান কোচ তাহির জামান সফর থেকে সরে দাঁড়িয়েছেন।
ঢাকায় কড়া নিরাপত্তায় বাংলাদেশ-পাকিস্তান হকি সিরিজে দর্শকদের জন্য ফ্রি প্রবেশ
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাতীয় নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের অভিযোগ তদন্তে গঠিত কমিটির সদস্য সংখ্যা তিন থেকে পাঁচে বাড়িয়েছে। নবনিযুক্ত দুই সদস্য হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ আইন কমিশনের সদস্য অধ্যাপক ড. নাইমা হক এবং সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান খান। পূর্বের কমিটিতে ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি তারিক উল হাকিম, বিসিবি পরিচালক রুবাবা দৌলা এবং বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। নারী দলের সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে জাহানারার অভিযোগের পর বিষয়টি আলোচনায় আসে। বিসিবি জানিয়েছে, কমিটি ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে।
জাহানারার অভিযোগে বিসিবির তদন্ত কমিটি এখন পাঁচ সদস্যের
আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) ধীরে ধীরে এমন একটি নীতি গ্রহণের দিকে এগোচ্ছে, যা ট্রান্সজেন্ডার নারী অ্যাথলেটদের নারী বিভাগে প্রতিযোগিতা থেকে বাদ দিতে পারে। বিভিন্ন সূত্র জানাচ্ছে, নতুন আইওসি প্রেসিডেন্ট কির্সটি কভেন্ট্রির “নারী ক্যাটাগরি সুরক্ষা” প্রতিশ্রুতির ফলে আগামী ছয় থেকে ১২ মাসের মধ্যেই এ ধরনের নীতি কার্যকর হতে পারে। এটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য দ্বন্দ্বও এড়াতে পারে, যিনি এরই মধ্যে ট্রান্সজেন্ডার নারীদের নারী খেলায় অংশগ্রহণ নিষিদ্ধ করে নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। তবে আইওসির অভ্যন্তরে ডিএসডি (DSD) অ্যাথলেটদের বিষয় নিয়ে মতভেদ রয়েছে—যারা জন্মের সময় নারী হিসেবে নিবন্ধিত হলেও তাদের পুরুষ ক্রোমোজোম বা টেস্টোস্টেরন মাত্রা রয়েছে। বিশ্ব অ্যাথলেটিক্স ইতোমধ্যেই তাদের নারী বিভাগ থেকে নিষিদ্ধ করেছে, যদিও ফিফা এখনও তাদের অনুমতি দেয়। সম্প্রতি আইওসি সদস্যদের সামনে উপস্থাপিত একটি বিজ্ঞানভিত্তিক পর্যালোচনায় পুরুষ বয়ঃসন্ধির স্থায়ী শারীরিক প্রভাব তুলে ধরা হয়। জল্পনা বাড়লেও আইওসি বলেছে, এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) বর্তমান প্রেসিডেন্ট কির্সটি কভেন্ট্রি
ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ও অভিজ্ঞ ম্যাচ রেফারি ক্রিস ব্রড আইসিসির বিরুদ্ধে ভারতের প্রতি পক্ষপাতের অভিযোগ তুলেছেন। দ্য টেলিগ্রাফ-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, দায়িত্ব পালনকালে একাধিকবার ফোনে নির্দেশ দেওয়া হয়েছিল যেন ভারতীয় দলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া হয়, বিশেষ করে ধীর ওভাররেটের ঘটনায়। ব্রডের দাবি, বিশ্ব ক্রিকেটে ভারতের প্রভাবের কারণে তাকে নিরপেক্ষভাবে কাজ করতে বাধা দেওয়া হয়েছিল। তিনি আরও বলেন, সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে ম্যাচ চলাকালেও একই ধরনের রাজনৈতিক হস্তক্ষেপের ঘটনা ঘটেছিল। ২০০৩ সাল থেকে ৬০০-র বেশি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করা ব্রড মনে করেন, এমন চাপের মধ্যে কাজ করাই ছিল তাঁর সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ। ২০২৪ সালে আইসিসি তাঁর চুক্তি নবায়ন না করায় শেষ হয় ২১ বছরের রেফারিং অধ্যায়।
ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ও অভিজ্ঞ ম্যাচ রেফারি ক্রিস ব্রড আইসিসির বিরুদ্ধে ভারতের প্রতি পক্ষপাতের অভিযোগ তুলেছেন
বিসিবি নির্বাচনের আগের দিন সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন সভাপতি প্রার্থী ও বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল ইসলাম। সাম্প্রতিক নীরবতা ভেঙে তিনি জানান, এটি মূলত বিদায়ী বোর্ডের শেষ আনুষ্ঠানিক মুখোমুখি হওয়া। চার মাস আগে দায়িত্ব পাওয়া আমিনুল বলেন, স্বল্প সময়েই বোর্ড কিছু দৃশ্যমান উন্নতি করেছে। তবে নির্বাচনের আগে নানা বিতর্ক—সরকারি প্রভাব, প্রার্থিতা প্রত্যাহার ও আগাম ভোটের অভিযোগ—নির্বাচনকে ঘিরে প্রশ্ন তুলেছে। নির্বাচনের আদর্শতা নিয়ে প্রশ্নে তিনি বলেন, “আদর্শ ভোট হচ্ছে কি না তা কমিশনই বলতে পারবে।” ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার প্রভাবের অভিযোগ অস্বীকার করে তিনি জানান, উপদেষ্টা কেবল সহযোগিতা করেছেন। ক্রিকেটের উন্নয়নেই কাজ চালিয়ে যেতে চান জানিয়ে আমিনুল বলেন, উপযুক্ত না মনে হলে তিনি যেকোনো সময় সরে যাবেন। বহু প্রার্থী সরে দাঁড়ানোয় এবারের নির্বাচন প্রায় প্রতিদ্বন্দ্বিতাহীন হয়ে পড়েছে।
সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম।
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, ‘একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। কিন্তু আমি সঠিক ছিলাম।’ আসিফ মাহমুদের এ পোস্টের পর প্রশ্ন উঠেছে, কাকে পুনর্বাসন না করার কথা বললেন তিনি? মন্তব্যকারীদের বড় অংশই ক্রিকেটার সাকিব আল হাসানকে ইঙ্গিত করেছেন। আব্দুল্লাহ হিল বাকি নামের একজন লিখেছেন, ‘ধন্যবাদ প্রাপ্য সেই সাহসী সিদ্ধান্তের জন্য। হাসিনার দালালরা রাজনীতিই করুক বিদেশে পলাতক থেকে, এদেরকে খেলার মাঠে বাংলাদেশের মানুষ দেখতে চায় না।’
আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিসিবি নির্বাচন। এর আগে, শেষ দুই দিন ধরে বর্তমান ক্রিকেটাররা সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। এ নিয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, পৃথিবীর কোথাও আপনি দেখবেন না কোনো ক্রিকেটার, বর্তমানে খেলতে থাকা ক্রিকেটার বোর্ড নির্বাচনের বিষয়ে মন্তব্য করছে। এটি তার কন্ট্রাক্টের সম্পূর্ণ লঙ্ঘন। ক্রিকেটারদের দিয়ে দলাদলি করানো আমরা ভক্ত হিসেবে দুই, পাঁচ বছর আগে দেখেছি, এখনও হচ্ছে। এটি খুবই দুঃখজনক, আর যারা এটি করাচ্ছেন, তাদের শেইম ফিল করা উচিত। এদিকে নির্বাচন ঘিরে ক্রিকেটারদের অবস্থানও স্পষ্ট। কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন ফেসবুকে লিখেছেন, বিসিবি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হোক। বাংলাদেশ ক্রিকেট ও ক্রিকেটারদের ভবিষ্যতের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় দলের সাবেক ক্রিকেটার রুবেল হোসেন বলেন , বোর্ড প্রেসিডেন্ট আসা-যাওয়া যেন ক্রিকেটের টসের মতো কখন কার ভাগ্য জোটে বলা মুশকিল। সুন্দর পরিবেশে, স্বচ্ছ প্রতিদ্বন্দ্বিতা ও শত্রুতা ছাড়া নির্বাচন হোক। যেখানে জয়ী হবে কেবল ক্রিকেট।
বর্তমান সরকার ও বিসিবি সভাপতির বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন নির্বাচনে সভাপতি পদের প্রার্থী তামিম ইকবাল। তামিম অভিযোগ করে জানান, বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে জেতানোর জন্য কাজ করছে সরকার। এর প্রতিক্রিয়ায় ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, সরকার কোনো হস্তক্ষেপ করছে না। বরং রুটিন কাজ করছে। রুটিন কাজের প্রসঙ্গটি টেনে তামিমকে দুটি অপশন দেখিয়েছেন আসিফ মাহমুদ, ‘সরকারের রুটিন কার্যক্রমকে যদি হস্তক্ষেপ বলেন, তাহলে...এখানে বুঝতে হবে সরকারের কতটুকু এখতিয়ার আছে। এখতিয়ারের বাইরে যদি কিছু করে তাহলে বলতে পারেন যে অবৈধ হস্তক্ষেপ করা হয়েছে। সেটা হলে প্রয়োজনে আপনি আইনি ব্যবস্থা নিতে পারেন, প্রয়োজনে আইসিসিকে বলতে পারেন।’ এর আগে তামিম বলেছিলেন, ‘আমি শুধু স্বচ্ছ একটি নির্বাচন চাই, ফলাফল যাই হোক এতে আমার কোনো সমস্যা নেই। স্বচ্ছ নির্বাচন আমার চাওয়া, জিতি বা হারি তা পরের ব্যাপার।’
আসন্ন আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ ২০২৫-এ অংশ নিতে ভারত ও শ্রীলংকা যাচ্ছেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। এর আগে তাদের সম্মানে ইন্ডিয়া হাউসে সংবর্ধনা দিয়েছেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। তার সহধর্মিণী মনু ভার্মাও উপস্থিত ছিলেন। প্রণয় ভার্মা বলেন, ভৌগোলিক অবস্থান, ইতিহাস, ভাষা ও সংস্কৃতির মতো গভীর বন্ধন ভারত ও বাংলাদেশকে এক করেছে। এর পাশাপাশি ক্রিকেটও দুই দেশের জনগণকে দৃঢ়ভাবে যুক্ত করেছে। বাংলাদেশের নারী ক্রিকেট দলও গত কয়েক বছরে দারুণ অগ্রগতি করেছে। নারী ক্রিকেট দলকে ‘নারীর ক্ষমতায়ন’ ও ‘যুবশক্তির প্রতীক’ হিসেবে অভিহিত করে হাইকমিশনার বলেন, ‘আমরা গর্বের সঙ্গে তাদের পাশে আছি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট উইংয়ের চেয়ারম্যান নাজমুল আবেদীন।
নেপালে জেন-জি’র গণ-অভ্যুত্থানের পর চলছে কারফিউ। হোটেলে অবরুদ্ধ জামাল ভূঁইয়ারা। জানা গেছে, বাংলাদেশ জাতীয় ফুটবল দল আজ দেশে ফিরবে। বাফুফে অনেক চেষ্টা করে অবশেষে দলকে ফিরিয়ে আনছে। এর আগে নেপালে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর শোয়েব আবদুল্লাহ বলেন, ‘আমরা সার্বক্ষণিক জাতীয় ফুটবল দলের সঙ্গে যোগাযোগ রেখেছি। বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গেও কথা হয়েছে। ত্রিভুবন বিমানবন্দর খুলে দেওয়ার পর কাঠমান্ডুতে অবরুদ্ধ জাতীয় ফুটবল দলের সদস্যদের দেশে ফেরত পাঠানো হবে।’ এদিকে এই কদিন অনিশ্চয়তার মাঝেও নিজেদের ফিটনেস নিয়ে কাজ করেছেন ফুটবলাররা। এর আগে মিডফিল্ডার সোহেল রানা বলেন, ‘আগের চেয়ে আমাদের অবস্থা ভালো। এখন পরিবেশ শান্ত। কোনো ঝামেলা হচ্ছে না। পরিবারের সঙ্গে যোগাযোগ হচ্ছে। তারা এখন আর টেনশন করছে না। আমরা জিম করছি। বাফুফে সভাপতি ও ক্রীড়া উপদেষ্টা চেষ্টা করছেন আমাদের দেশে ফিরিয়ে নিতে।'
কাঠমান্ডুতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল যে হোটেলে অবস্থান করছে, তার কাছেই একটি ভবনে অগ্নিসংযোগ করেছে আন্দোলনকারীরা। বাংলাদেশ দলের খেলোয়াড়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে ওই হোটেলে রাজনৈতিক কোনো নেতা আছেন কিনা খুঁজতে এসেছিলেন একদল বিক্ষোভকারী। ফুটবলার সুমন রেজা বলেন, ‘বিক্ষোভকারীরা আসলে হোটেল কর্তৃপক্ষ তাদের বোঝাতে সক্ষম হয় এখানে ফুটবলার আছেন, কোনো রাজনৈতিক নেতা নেই। আমাদের লবিতে দেখে আন্দোলনকারীরাও বুঝতে পেরেছেন। এখন আমাদের আতঙ্ক কমেছে।’ এদিকে অধিনায়ক জামাল ভূঁইয়াকে এক ভিডিওতে বলতে শোনা গেছে, ‘এখানে মনে হয় নিরাপদ না। অন্য কোথাও যাবো কিনা।’ এই ভিডিও সম্পর্কে রেজা বলেন, ‘আমাদের হোটেলের পাশে একটি বাসা সেটা। ওখানে সরকার দলীয় একজন রাজনৈতিক নেতার বাসা। সেই বাসায় আগুন দেওয়া হয়েছে। আরেকটু দূরে হোটেল হিলটন। সেই হোটেলও আগুন লাগানো হয়েছে।’
গত ২৪ ঘন্টায় একনজরে ১০৬ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।