Web Analytics

ক্রিস্টিয়ানো রোনালদো অদ্ভুত এক গোল করলেও আল নাসরকে জয় এনে দিতে পারেননি। সৌদি প্রো লিগে আল ইত্তিফাকের বিপক্ষে ২-২ গোলে ড্র করে টানা দশ ম্যাচের জয়রথ থেমেছে আল নাসরের। ম্যাচের ৬৭তম মিনিটে ফেলিক্সের শট রোনালদোর পিঠে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়, যা রোনালদোর নামে গোল হিসেবে গণ্য হয়। তবে শেষ দিকে আল ইত্তিফাকের সমতাসূচক গোল আল নাসরের জয় কেড়ে নেয়।

এই গোলের মাধ্যমে রোনালদো ও ফেলিক্স সমান ১৩ গোল করে যৌথভাবে শীর্ষে আছেন। রোনালদোর ক্যারিয়ার গোল সংখ্যা দাঁড়িয়েছে ৯৫৭-এ, তিনি হাজার গোলের পথে এগিয়ে চলেছেন। ড্রয়ের পর ১১ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে আল নাসর শীর্ষে রয়েছে, তিন পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে আল তাউন।

এই ফলাফলে আল নাসর শীর্ষে থাকলেও টানা জয়ের ধারা থেমে যাওয়ায় তাদের গতি কিছুটা কমেছে।

31 Dec 25 1NOJOR.COM

রোনালদোর পিঠে লেগে গোল, থেমে গেল আল নাসরের টানা দশ জয়

নিউজ সোর্স

রোনালদোর অদ্ভুত গোল, থামল আল নাসরের জয়রথ | আমার দেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ১১: ৩০
স্পোর্টস ডেস্ক
ক্যারিয়ারে নানান সময়ে নানান কায়দায় গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার বাইকেল কিকের গোল তো বিশ্বখ্যাত। এবার অদ্ভূত এক গোল করলেন পর্তুগিজ তারকা। তবে জয় পায়নি তার দল আল নাসর। সৌদি প্রো লি