একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।
জামায়াত আমির শফিকুর রহমানের সঙ্গে 'জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জামায়াত আমির শহীদ পরিবারের সার্বিক খোঁজ-খবর নেন। শহীদ পরিবারের নানা সমস্যা মনোযোগিতার সাথে শুনেন। শহীদ পরিবারের সদস্যদের সান্তনা প্রদান করেন। তিনি তাদেরকে মহান রবের প্রতি ভরসা করে ধৈর্য ধারণ করার পরামর্শ দেন। তাদের সমস্যাগুলো কীভাবে দূর করা যায় সে ব্যাপারেও তাদের সাথে মতবিনিময় করেন ডা. শফিকুর রহমান। তিনি জামায়াতের পক্ষ থেকে আল্লাহ তাআলার প্রতি ভরসা করে তাদের সম্ভাব্য সকল সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন। তাদের পাশে থাকবেন বলেও জানান।
হবিগঞ্জে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ শেষে ফেরার পথে বৈষম্যবিরোধী ৪ নেতার উপর হামলা হয়েছে। হামলাকারীরা ‘জয় বাংলা’ বলে স্লোগান দেয়। হামলায় তারা গুরুতর আহত হন। তাদেরকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান, সদস্য সাইদুল ইসলাম, রকি ও অন্তর। হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেন পুলিশ কর্মকর্তা এবং সেনাবাহিনীর একটি দল।
মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে গত দুইদিনে শতাধিক মানুষকে ঠেলে দেয় বিএসএফ। এর মধ্যে ৪৪ জনকে আটক করেছে বিজিবি। তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। আটককৃতরা বাংলাদেশি নাগরিক নিশ্চিত হওয়ায় বিজিবি শুক্রবার সকালে তাদেরকে থানায় সোপর্দ করে। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে গিয়েছিল। আটককৃতদের মধ্য থেকে ৩৫ জনকে পরিবারের জিম্মায় বাড়ি পাঠিয়েছে পুলিশ। অপর ৯ জনের স্বজনরাও জিম্মায় নিতে থানার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
বিএনপি নেতা ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির বলেন, সার্কের স্বপ্ন দ্রষ্টা প্রেসিডেন্ট জিয়াউর রহমান দক্ষিণ এশীয় দেশগুলোর স্বার্থের কথা চিন্তা করে সার্ক গঠন করেছিলেন। এটা ছিল জিয়াউর রহমানের সুদূর দৃষ্টি সম্পন্ন চিন্তাভাবনা। সার্ক ফেইল করেছে কিছু রাষ্ট্র সার্ককে আগাতে দিলো না। আরও বলেন, সার্কের যে মাহত্ব ছিল প্রত্যেক বছর দক্ষিণ এশীয় রাষ্ট্রগুলো আলোচনায় বসতো। রাষ্ট্র নেতারা একটা যায়গায় বসতেন। আজকে এই যে যুদ্ধের দামামা প্রতিবছর যদি নেতারা আলোচনায় বসতেন তাহলে এই যুদ্ধ থেকে আমাদের মুক্তির সুযোগ ছিল। জমির বলেন, আজকে সংস্কারের নামে যেসব কমিশন হচ্ছে বিএনপি তার আগেই রাষ্ট্র মেরামতের ৩১ দফা দিয়েছে। আপনারা ৩১ দফা একটু পড়বেন। আগামীর রাষ্ট্র চিন্তা ৩১ দফাতেই আছে।
মাওলানা মামুনুল হক বলেছেন, বাংলাদেশ গোটা আরব কিংবা মুসলিম বিশ্বের কাছে পরিচিত হওয়ার একমাত্র কারণ হলো সোনারগাঁও। এই গোটা পাক-ভারত উপমহাদেশে হিন্দুবাদ এলাকার মধ্যে সর্বপ্রথম এই সোনারগাঁ থেকে আল্লাহর পয়গাম্বরের হাদিসের শিক্ষা উচ্চারিত হয়েছে। খেলাফত মজলিসের আমির বলেন, আমরা যতদিন বেঁচে থাকব সত্যের পথে থাকব। জুলুমের বিরুদ্ধে থাকব। সব সময় অন্যায়ের বিরুদ্ধে থাকব। ন্যায়ের পক্ষে যতটুকু পারি ততটুকু করব, না পারলে আমাদের সমর্থন থাকবে।
এআইজি ইনামুল হক সাগর বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১১৭৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৪৯৪ জনসহ গ্রেফতার করা হয়েছে ১৬৬৯ জনকে। এছাড়া অভিযানে ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। বিশেষ এ অভিযান চলমান থাকবে। এছাড়া বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের পাঁচ নেতাকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।
ইসরাইলি আর্মি রেডিওর সাংবাদিক ইয়ানির কোজিন বলেন, ইসরাইলের কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমারকে ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগীরা জানিয়েছেন—ট্রাম্প বিশ্বাস করেন নেতানিয়াহু তার সঙ্গে ‘প্রতারণা’ করছেন। এক মার্কিন কর্মকর্তা বলেন, ‘ট্রাম্পকে সবচেয়ে বেশি ক্ষেপিয়ে তোলে যখন কেউ তাকে বোকা বানানোর চেষ্টা করে বা চালবাজি করে। এ কারণেই তিনি নেতানিয়াহুর সঙ্গে সরাসরি যোগাযোগ বন্ধ করার সিদ্ধান্ত নেন’। কোজিন জানান, ইরান ও ইয়েমেনের হুথিদের বিষয়ে ইসরাইলি সরকারের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট পরিকল্পনা বা সময়সূচি না দেওয়াও যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্কের অবনতির একটি অন্যতম কারণ। এদিকে, গাজায় চালানো অব্যাহত হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ২৭ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল।
জম্মু শহরে শুক্রবার রাতে ব্ল্যাকআউটের পর একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং আকাশে লাল আলো ও বিস্ফোরণের দৃশ্য দেখা গেছে। বাসিন্দা রাশুল সিং ওবেরহ আল-জাজিরাকে জানান, স্থানীয় সময় রাত ৮টার দিকে শহরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় এবং প্রায় ১৫ থেকে ৩০ মিনিট পর ড্রোন হামলা শুরু হয়। সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জানান, জম্মুতে এখন ব্ল্যাকআউট চলছে। শহরের বিভিন্ন স্থানে সাইরেন বাজছে। তিনি পরে লেখেন, আমি যেখানে আছি, সেখান থেকে ভারী কামানের গোলার শব্দ শোনা যাচ্ছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার সদস্য সচিব নুরুল ইসলামের বিরুদ্ধে ধর্ষণের হুমকি ও যৌন হয়রানির অভিযোগ করেছেন একই কমিটির যুগ্ম সংগঠক। বৃহস্পতিবার মামলা করতে গিয়েছিলেন তিনি, তবে পুলিশ সাধারণ ডায়েরি হিসেবে গ্রহণ করেছে। সোমবার আদালতে মামলা করবেন। অভিযুক্ত নুরুল ইসলাম বলেন, পুলিশি তদন্তে সত্য প্রকাশ পাবে এবং অভিযোগ মিথ্যা প্রমাণিত হবে। উল্লেখ্য, অভিযোগ অভ্যন্তরীণ হিসাবের স্বচ্ছতার জেরে বাকবিতন্ডায় অশ্রাব্য ব্যবহার ও ধর্ষণের হুমকির!
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কোনো শক্তি যাতে আমাদের বিভক্ত করতে না পারে, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। তিনি বলেন, প্রতিটি ধর্ম মানুষকে ভালো হতে শেখায়, ঐক্যের কথা বলে। তাই ধর্ম দিয়ে বিভাজন করা ঠিক নয়। স্বাধীনতা যুদ্ধে যেভাবে আমরা ঐক্যবদ্ধ ছিলাম, সেই চেতনা ধরে রাখতে হবে। বিএনপির মহাসচিব বলেন, একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা চাই, যেখানে সবাই সবার কথা বলতে পারবে, সবাই ভোটাধিকার প্রয়োগ করে জনপ্রতিনিধি নির্বাচন করতে পারবে। আরও বলেন, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য আমরা লড়াই করেছি।
আরো নিউজ দেখতে লগইন করুন।
একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।