Web Analytics

বিএনপি নেতা ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির বলেন, সার্কের স্বপ্ন দ্রষ্টা প্রেসিডেন্ট জিয়াউর রহমান দক্ষিণ এশীয় দেশগুলোর স্বার্থের কথা চিন্তা করে সার্ক গঠন করেছিলেন। এটা ছিল জিয়াউর রহমানের সুদূর দৃষ্টি সম্পন্ন চিন্তাভাবনা। সার্ক ফেইল করেছে কিছু রাষ্ট্র সার্ককে আগাতে দিলো না। আরও বলেন, সার্কের যে মাহত্ব ছিল প্রত্যেক বছর দক্ষিণ এশীয় রাষ্ট্রগুলো আলোচনায় বসতো। রাষ্ট্র নেতারা একটা যায়গায় বসতেন। আজকে এই যে যুদ্ধের দামামা প্রতিবছর যদি নেতারা আলোচনায় বসতেন তাহলে এই যুদ্ধ থেকে আমাদের মুক্তির সুযোগ ছিল। জমির বলেন, আজকে সংস্কারের নামে যেসব কমিশন হচ্ছে বিএনপি তার আগেই রাষ্ট্র মেরামতের ৩১ দফা দিয়েছে। আপনারা ৩১ দফা একটু পড়বেন। আগামীর রাষ্ট্র চিন্তা ৩১ দফাতেই আছে।

10 May 25 1NOJOR.COM

সার্ক গতিশীল থাকলে এ যুদ্ধ হতো না: ব্যারিস্টার নওশাদ জমির

নিউজ সোর্স

RTV 10 May 25

সার্ক গতিশীল থাকলে এ যুদ্ধ হতো না: ব্যারিস্টার নওশাদ জমির

বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির মন্তব্য করেছেন দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) এর কার্যক্রম গতিশীল থাকলে ভারত পাকিস্তান যুদ্ধ হতো না। আলোচনার মাধ্যমে সবকিছুর সমাধান হতো।