বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, ‘ছাত্র রাজনীতিতে যা ঘটছে, আপনারা সব দেখছেন। একজন ভিপি হয়েছেন, কিন্তু তাকে কি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে? বিশ্ববিদ্যালয়ের ভেতরে কে দোকান করছে কে মার্কেট করছে- এটা তো ইউনিভার্সিটির প্রশাসন আছে, তারা ব্যবস্থা নিতে পারে। সেখানে ছাত্রনেতা শুধু অভিযোগ করতে পারেন। কিন্তু আপনি গিয়ে ফাইন করে দিচ্ছেন, সেই টাকা যাচ্ছে জামায়াতের বায়তুল মালে।’ তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে দলের পক্ষ থেকে লোহার খাট দেওয়া হচ্ছে। এটা তো অদ্ভুত ব্যাপার! এটা কোনো রাজনৈতিক সংগঠন বা ডাকসুর দায়িত্ব নয়। ছাত্রদের থাকার সমস্যা থাকলে আন্দোলন করে প্রশাসন থেকে সেটার ব্যবস্থা নেওয়া যেতে পারে। এটা তো রাষ্ট্রের বিরুদ্ধে একটা কাজ। এটা কি এতিমখানা নাকি, যে আপনি সেখানে লোহার খাট দেবেন, খাওয়ার জন্য ডাইনিং টেবিল দেবেন? এই জিনিসগুলো খুব খারাপ লক্ষণ। প্রসঙ্গত, সূর্যসেন হলের একটি দোকান থেকে টেস্টিং সল্ট পাওয়ায় হল ভিপি আজিজুল হক দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা করেন। পরে একে প্রক্টর এখতিয়ার বহির্ভূত বলে অ্যাখা দেন।
একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ইকিউ-২ কোটা সংক্রান্ত আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আগের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য এই কোটা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে কমিটি। এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাইকোর্টের রিট পিটিশন নং ১৩৭৮০/২০২৫ এর ০৪/০৯/২০২৫ তারিখের স্থগিতাদেশের পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি গত ১০ আগস্ট ইকিউ-২ কোটা সংক্রান্ত ভর্তি নির্দেশিকা জারি করেছিল। নির্দেশিকায় বলা হয়েছিল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সরকারি স্কুল, সরকারি কলেজ, সরকারি স্কুল অ্যান্ড কলেজ এবং সরকারি শিক্ষা অফিসসমূহে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর সন্তানদের জন্য এই কোটা প্রযোজ্য হবে। তবে হাইকোর্টের স্থগিতাদেশের পরিপ্রেক্ষিতে ওই নির্দেশনা আপাতত কার্যকর হবে না। ইকিউ-২ নির্ধারণ করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ ২৮টি দপ্তর, অধিদপ্তর ও সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানের জন্য।
হঠাৎ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমানকে সরিয়ে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছে। তবে এখনো তার স্থলে কাউকে নিয়োগ দেওয়া হয়নি। আপাতত জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ পদে রুটিন দায়িত্ব পালন করবেন। জানা গেছে, বহুল আলোচিত ও সমালোচিত চুক্তিতে নিয়োগ পাওয়া মোখলেস উর রহমানের স্থলে ক্যারিয়ার প্ল্যানিং ও প্রশিক্ষণ অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. আবু শাহীন মো. আসাদুজ্জামানকে স্থলাভিষিক্ত করা হবে। প্রসঙ্গত, মোখলেস জনপ্রশাসন সচিবের দায়িত্ব পাবার পর প্রশাসনে নজিরবিহীন বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পদায়ন ও পদোন্নতিতে বঞ্চিতদের অবমূল্যায়ন করা হয় বলে অভিযোগ ওঠে। সচিব, সংস্থা প্রধান ও জেলা প্রশাসক নিয়োগ নিয়ে সমালোচনার ঝড় ওঠে। নিয়োগকে কেন্দ্র করে আর্থিক লেনদেনের অভিযোগও ওঠে। বিগত আওয়ামী সরকারের আমলে সুবিধাভোগী কর্মকর্তারা একের পর এক গুরুত্বপূর্ণ পদে পদায়ন হওয়ায় বঞ্চিত কর্মকর্তারা ক্ষুব্ধ হন।
ট্রাম্প একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করে এইচ-ওয়ান বি ভিসার আবেদন ফি ১ লাখ ডলারে বৃদ্ধি করেছেন। আজ রোববার থেকে নতুন এই ফি কার্যকর হচ্ছে, যা পূর্বের তুলনায় ৬০ গুণ বেশি। ট্রাম্পের এমন সিদ্ধান্তের পর ভারত সরকার জানিয়েছে, যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মীদের জন্য এইচ-ওয়ান বি ভিসার আবেদনকারীদের ওপর নতুন করে ধার্য করা ১ লক্ষ ডলারের ফি ‘পারিবারিক জীবনে ব্যাপক বিঘ্ন ঘটাবে, যার কারণে এটি মানবিক দিক থেকে গভীর উদ্বেগের বিষয়।’ জানা গেছে, ভারতীয় নাগরিকরাই এইচ- ওয়ান বি ভিসার সবচেয়ে বড় অংশীদার—২০২৪ সালে ইস্যু হওয়া সব ভিসার মধ্যে ৭০ শতাংশেরও বেশি ভারতীয়দের দেয়া হয়েছে। ভারত বলেছে, ‘ যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে দক্ষ পেশাজীবীদের বিনিময় উভয় দেশের জন্যই গভীরভাবে লাভজনক। তাই নীতিনির্ধারকরা যেন এই সিদ্ধান্তগুলোতে পারস্পরিক স্বার্থ ও সম্পর্কের ভিত্তি বিবেচনায় নেন।’ এদিকে ভারতের বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়েল সোমবার যুক্তরাষ্ট্রে আলোচনার উদ্দেশ্যে রওনা দেবেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেছেন, পূজা কমিটিগুলোকে মণ্ডপে ৭ জন করে গার্ড রাখতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন না হওয়া পর্যন্ত তারাই নিরাপত্তার বিষয়টি দেখবে। আগামী বুধবার থেকে সারাদেশের পূজামণ্ডপগুলোতে বাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে। তিনি বলেন, এই বছর দুর্গাপূজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সংখ্যা বাড়ানো হয়েছে। পুলিশ, র্যাব, আনসার বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে থাকবে। এবারের পূজা নির্বিঘ্নে হবে। কোথাও সেরকম কোনো ঝুঁকি নেই। অনেক সময় কিছু জায়গায় কিছু ঘটনা ঘটে থাকে। তবে সেগুলো যাতে না হয়, সে ব্যাপারে সরকার সতর্ক। আরও বলেন, সীমান্তবর্তি দেশগুলো থেকে মাদক আসে। আর বাংলাদেশ থেকে চাল ও সার যায়। আরাকান আর্মি মাদকের ওপর বেচে আছে। তবে আগের চেয়ে মাদক আটক হচ্ছে বেশি। মাদক নির্মূল করতে চেষ্টা করছে সরকার। উপদেষ্টা বলেন, কৃষকরা আলুর নায্য দাম পাচ্ছে না। এমনটা চলতে থাকলে আগামী বছর আলু চাষ করতে চাইবে না তারা। ফলে আলুর দাম বৃদ্ধি পাবে।
প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন— এর সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোই নেবে। এ বিষয়ে সরকারের বক্তব্য কম হওয়া শ্রেয়। এদিন আসন্ন নির্বাচন নিয়ে ইনোভেশন-এর জরিপ প্রকাশ করা হয়। এতে বলা হয়, দেশে আগামী নির্বাচনে পিআর সিস্টেম নিয়ে জানেই না দেশের ৫৬ শতাংশ মানুষ। পিআর চায় ২১.৮ শতাংশ এবং চায় না ২২.২ শতাংশ। জরিপে অংশ নেয় ১০ হাজার ৪১৩ জন। এতে ৬৯.৯% উত্তরদাতা মনে করেন অন্তর্বর্তী সরকার একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সক্ষম হবে। তবে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়গুলো নির্বাচন আয়োজনের সক্ষমতার বিষয়ে তূলনামূলক কম ইতিবাচক মনোভাব পোষণ করে।
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, এবার জানুয়ারিতেই শিক্ষার্থীরা পাঠ্যপুস্তক হাতে পাবে। বই ছাপানোর দায়িত্ব কারা পাবে সে তালিকা চলতি মাসেই চূড়ান্ত হবে। উপদেষ্টা বলেন, গত বছর বই ছাপানোর ক্ষেত্রে কিছু অনিয়মের অভিযোগ ছিলো। যাদের ব্যপারে অনিয়মের অভিযোগ ছিল এবার তাদের কাজ দেয়া হবে না। আরও বলেন, টিকা কেনার অনুমোদন দেয়া হয়েছে। ইউনিসেফের সাথে নেগোসিয়েট করে করে টিকার কমিশন কমানোর কথা বলা হয়েছে। কম্পিটিটিভ বিডিংয়ের মাধ্যমে পরবর্তী তিন মাসের টিকা আনা হবে।
যুক্তরাষ্ট্রে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে ব্ল্যাক হক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। ওয়াশিংটন অঙ্গরাজ্যে এ দুর্ঘটনায় সামরিক বাহিনীর স্পেশাল অপারেশনস ইউনিটের চার সেনা সদস্য নিহত হয়েছেন। মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, বিধ্বস্ত হওয়া এমএইচ-৬০ ব্ল্যাক হক হেলিকপ্টারটিতে চারজন সেনা সদস্য ছিলেন। তারা ১৬০তম স্পেশাল অপারেশনস এভিয়েশন রেজিমেন্টের সদস্য। দুর্ঘটনায় তারা চারজনই নিহত হন। শুক্রবার এক বিবৃতিতে কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জনাথন ব্রাগা নিহত সেনাদের পরিবার, বন্ধু ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানান। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। তবে নিহতদের নাম এখনই প্রকাশ করা হবে না।
রোববার দুপুর ১২টা ১৯ মিনিটে সিলেট নগরীসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এটি ছিল ৪ মাত্রার ভূমিকম্প। এটির উৎপত্তিস্থল সুনামগঞ্জের ছাতক উপজেলায়। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ১৮৫ কিলোমিটার। এসময় নগরীর বিভিন্নস্থানে কয়েক সেকেন্ডের জন্য দুলুনি টের পেয়ে অনেকে তড়িঘড়ি করে ঘরবাড়ি ও অফিস থেকে বের হয়ে আসেন। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। ৪ মাত্রার ভূমিকম্পকে তুলনামূলকভাবে হালকা ধরনের বলা হয়। এতে সাধারণত বড় ধরনের ক্ষয়ক্ষতির ঝুঁকি থাকে না, তবে মানুষ আতঙ্কিত হয়ে পড়ে এবং ঝুঁকিপূর্ণ ভবন বা দুর্বল কাঠামোয় সামান্য ক্ষতি হতে পারে।
রাজধানীবাসীর সুবিধার জন্য মেট্রোরেলে ১০টি নতুন ট্রিপ যুক্ত করার পরিকল্পনা নিয়েছে ডিএমটিসিএল। এতে প্রতিদিন অতিরিক্ত প্রায় ২৩ হাজার যাত্রী পরিবহন করা সম্ভব হবে। ট্রেন চলাচল সকাল ৬টা থেকেই শুরু হবে এবং রাত ১০টার পরেও চলবে। বর্তমানে মেট্রোরেলে প্রতিদিন গড়ে সাড়ে তিন থেকে চার লাখ যাত্রী যাতায়াত করে। ট্রেনের আসন সংখ্যা নির্ধারিত থাকায় একই সময়ে বেশি যাত্রী পরিবহন করা সম্ভব হচ্ছে না। কথা থাকলেও মেট্রো ট্রেনে লাগানো যাচ্ছে না ২ কোচ। ফলে মন্ত্রণালয় থেকে ট্রেনের সংখ্যা বাড়ানোর চাপ রয়েছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রতিদিন লাইনের নিরাপত্তা পরীক্ষা করতে ব্যবহৃত সকালের দুটি ‘সুইপিং ট্রেন’-এর দ্বিতীয়টি থেকেই যাত্রীবাহী প্রথম ট্রিপ শুরু হবে। এই ট্রিপে শুধুমাত্র এমআরটি পাস ও র্যাপিড পাসধারী যাত্রীরা ভ্রমণ করতে পারবেন। রাতে আরও ৬টি নতুন ট্রিপ যুক্ত হবে। বর্তমানে শেষ ট্রেনটি উত্তরা থেকে রাত ৯টায় এবং মতিঝিল থেকে রাত ৯টা ৪০ মিনিটে ছাড়ে। নতুন সূচিতে উত্তরা থেকে রাত ৯টা ১০, ৯টা ২০ ও ৯টা ৩০ মিনিটে ট্রেন ছাড়বে, এবং মতিঝিল থেকে ছাড়বে রাত ৯টা ৫০, ১০টা ও ১০টা ১০ মিনিটে।
প্রেস উইং জানিয়েছে, বাংলাদেশসহ এশিয়া ও আফ্রিকার ৯টি দেশের ওপর সংযুক্ত আরব আমিরাত ভিসা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে বলে প্রকাশিত খবরটি ভুয়া। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলো ১৭ সেপ্টেম্বর একটি বেসরকারি ভিসা প্রক্রিয়াকরণ ওয়েবসাইট ‘ইউএইভিসা অনলাইন’-এ প্রকাশিত একটি নিবন্ধের উদ্ধৃতি দিয়েছে। ওই নিবন্ধে দাবি করা হয় যে, অভিবাসন সংক্রান্ত এক সার্কুলারে বাংলাদেশসহ ৯টি দেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে এই দাবিটি সত্য নয় বলে নিশ্চিত করেছেন রাষ্ট্রদূত তারেক আহমেদ। রাষ্ট্রদূত জানান, ২০ ও ২১ সেপ্টেম্বর সরকারি ছুটির কারণে দূতাবাস ২২ সেপ্টেম্বর আমিরাত সরকারের সঙ্গে যোগাযোগ করবে এবং অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হবে। রাষ্ট্রদূত বলেন, এমন খবর প্রকাশের ঘটনা ওই ভিসা সেন্টারটির কোনো দুরভিসন্ধিমূলক চেষ্টা বলে মনে হচ্ছে।
বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলাওয়ী আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠক করেছেন। এ সফরে প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন মাওলানা মামুনুল হক এবং তত্ত্বাবধানে ছিলেন মাওলানা আব্দুল হামিদ। মন্ত্রী মুত্তাকি বলেন, একবার আনুষ্ঠানিক কূটনৈতিক চ্যানেল চালু হলে বাণিজ্য স্বাভাবিকভাবেই বৃদ্ধি পাবে। বাংলাদেশ থেকে আগ্রহ দেখে আমরা উৎসাহিত এবং পারস্পরিক সুবিধার ভিত্তিতে একটি শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তোলার বিপুল সম্ভাবনা দেখছি। তিনি জানান, আফগানিস্তানে তুলা, কার্পেট, শুকনো ফলমূল এবং মার্বেল খাতে বাংলাদেশের জন্য উল্লেখযোগ্য সুযোগ রয়েছে। এছাড়া আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ থেকে একটি ব্যবসায়িক প্রতিনিধি দল কাবুল সফরে আসবে। তিনি বলেন, আফগানিস্তান ইতোমধ্যেই প্রায় সব দেশের সঙ্গেই আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপন করেছে। তবে বাংলাদেশ এখনও সেই পদক্ষেপ নেয়নি। তিনি বাংলাদেশি ওলামাদের দেশে ফিরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানোর আহ্বান জানান। প্রতিনিধিদল বিষয়টিকে স্বাগত জানায়। এদিকে আব্দুল হামিদ বলেন, ‘এই সফর একটি নতুন সূচনার প্রতীক। বাংলাদেশের পক্ষ থেকে আমরা তাঁকে খাতমে নবুয়ত সম্মেলনে যোগদানের আমন্ত্রণ জানিয়েছি।’
ফজলুর রহমান বলেছেন, বিএনপি যদি মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান না নেয় আজকের প্রেক্ষাপটে তাহলে মুক্তিযুদ্ধের পক্ষে কিন্তু আওয়ামী লীগ ও হাসিনার দাঁড়াতে হবে না, একটা রাজনৈতিক শক্তি কিন্তু দাঁড়াবে। বিএনপি দাঁড়ালে ভালো। আমি তো আছিই বিএনপিতে। শুধুমাত্র আওয়ামী লীগ দলটাই মুক্তিযুদ্ধ করেছে, বিষয়টা এমনভাবে প্রতিষ্ঠা করতে চেয়েছে; এ প্রসঙ্গে বলেন, ৭০ সনে শেখ মুজিবের দল জিতলো। ৭১% ভোট পেল আওয়ামী লীগ একা। ৮%, ১০% ভোট পেল তিনটা মুসলিম লীগ, ৬% পারসেন্ট ভোট পেল জামায়াত গোলাম আজমের নেতৃত্বে। ১৬২টা সিট পূর্ব পাকিস্তান পেল। তাহলে একটা দল বলবে না তো কয়টা দল বলবে? শেখ মুজিব মওলানা ভাসানীরে গিয়ে পায়ে ধরে সালাম করে বলেছে, হুজুর আমার সঙ্গে থাকেন। আর এই হুজুরই তো প্রথম বলছে- এই মুজিব তুমি স্বাধীনতা ঘোষণা করো। তোমার সঙ্গে আমি থাকব। জামায়াত কী বলছে? মুক্তিযুদ্ধ যারা করে এরা হলো ভারতের দালাল। টিক্কা খান যখন তিন দিনে ৫ লক্ষ লোক মেরে ফেলল ২৫ মার্চ এর রাত থেকে ২৮ মার্চ পর্যন্ত, শুধু ৯০ হাজার লোক মেরেছে সেই বুড়িগঙ্গা নদীর থেকে ধরে কেরানীগঞ্জ নবাবগঞ্জ পর্যন্ত। তখন টিক্কা খানের সঙ্গে প্রথম যে দেখা করে পায়ে ধরে সালাম করল তার নাম গোলাম আজম। ফজলু বলেন, আমি তো মানুষ, আমার তো ভুল হতে পারে। আমি নাকি কুরুচিপূর্ণ বক্তৃতা দিয়েছি। আমি কুরুচিপূর্ণ বক্তৃতা দিলে আপনার চ্যানেলে আমাকে ডাকতেন না।
চট্টগ্রামে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিদেশে সম্পদ ও অর্থ পাচার সংক্রান্ত ২৩ বস্তা নথি উদ্ধার করেছে দুদক। দুদক জানায়, গত ১৬ সেপ্টেম্বর আরামিট গ্রুপের শিল্প প্রতিষ্ঠান থেকে সাইফুজ্জামানের স্ত্রী রুকমীলা জামানের গাড়িচালক ইলিয়াস নথিগুলো নিজ বাড়িতে নিয়ে আসে। পরে ১৮ তারিখে অভিযান পরিচালনার কিছুক্ষণ আগে পার্শ্ববর্তী ওসমান তালুকদারের বাড়িতে নথিগুলো সরিয়ে রাখে সে। পরে আজ রোববার ভোরের দিকে সেই বাড়ি থেকে নথিগুলো উদ্ধার করা হয়। আরও জানায়, প্রাথমিকভাবে নথিগুলো পর্যালোচনা করে ইউকে, ইউএসএ, দুবাই ও সিঙ্গাপুরে ৫৮২টি সম্পদ ছাড়াও ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন, ক্যাম্বোডিয়ায় সাইফুজ্জামানের সম্পদের তথ্য পাওয়া গেছে। সাইফুজ্জামান চৌধুরীর বিদেশে মুদ্রা পাচারের তথ্য-প্রমাণের নথি রয়েছে বলেও দেখা গেছে। বিপুল ডকুমেন্টস পর্যালোচনা করতে সময় প্রয়োজন। ২৩টি বস্তায় রক্ষিত নথি পর্যালোচনা করে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ কমিশন বরাবর উপস্থাপন করা হবে।
ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সৌদি আরবকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন হিজবুল্লাহ প্রধান নাঈম কাশেম। শুক্রবার লেবাননের দক্ষিণাঞ্চলে আবারও ইসরায়েলি হামলার পর সৌদি আরবের সাথে নতুন সম্পর্ক গড়ে তুলতে- ইসরায়েলকে শত্রু হিসেবে চিহ্নিতকরণ, সমস্যা সমাধানে আলোচনা ও পুরোনো মতবিরোধ সমাধানকে প্রাধান্য দিতে চায় হিজবুল্লাহ। এর আগে, ২০১৬ সালে হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দেয় সৌদি নেতৃত্বাধীন দ্য গাল্ফ কো-অপারেশন কাউন্সিল। এরপর থেকেই ইরান সমর্থিত লেবাননভিত্তিক এই সশস্ত্র গোষ্ঠীটির সাথে সম্পর্কের টানাপড়েন চলে আসছিল সৌদি আরবের। তবে মধ্যপ্রাচ্যের নতুন ভূ-রাজনৈতিক বাস্তবতায় এবার দুপক্ষের সম্পর্কে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।
গাজায় ইসরাইলি বর্বরতায় মাত্র একদিনে দখলদার বহিনীর হামলায় আরও ৯১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিফা হাসপাতালের পরিচালক ড. আবু সালমিয়ার পরিবারের ৫ সদস্যও রয়েছে। হামাস এ হামলাকে নিন্দা জানিয়ে বলেছে, এটি চিকিৎসকদের গাজা ছাড়তে বাধ্য করার উদ্দেশ্যে চালানো এক ‘রক্তাক্ত সন্ত্রাসী বার্তা’। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি বাহিনী ১ হাজার ৭০০ জন স্বাস্থ্যকর্মীকে হত্যা করেছে এবং ৪০০ জনকে আটক করেছে। এদিকে ইসরাইলি সেনারা গাজা সিটি দখল করতে সেখানকার মানুষদের দক্ষিণের তথাকথিত ‘কনসেন্ট্রেশন জোনে’ ঠেলে দিতে আকাশ ও স্থল হামলা চালাচ্ছে। ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, গত আগস্ট থেকে শুরু হওয়া অভিযানে গাজার প্রায় ৪ লাখ ৫০ হাজার মানুষ এলাকা ছেড়ে পালিয়েছে। এর আগে সেখানে প্রায় ১০ লাখ মানুষ বসবাস করত। ইসরাইলি সেনারা শুধু গত দুই সপ্তাহেই অন্তত ২০টি বহুতল ভবন ধ্বংস করেছে।
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আজ স্বীকৃতি দিতে পারে যুক্তরাজ্য। রোববার বিকালে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এ ঘোষণা দিতে পারেন। স্টারমার প্রশাসন যে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেবে, সেটা গত জুলাইয়ে জানানো হয়েছিল। যুক্তরাজ্য সরকার জানায়, ইসরাইল যদি ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির শর্ত পূরণে রাজি না হয় এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য দীর্ঘমেয়াদে টেকসই শান্তি স্থাপনে চুক্তি না করে; তাহলে যুক্তরাজ্য সরকার নিজেদের অবস্থান বদলাবে। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া হবে। তবে ফিলিস্তিনের বিষয়ে যুক্তরাজ্য সরকারের এমন নীতি বদলের সমালোচনা করেছে তেল আবিব। এর আগে, সমালোচনা করে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এমন পদক্ষেপ ‘সন্ত্রাসকে পুরষ্কৃত’ করবে। যুক্তরাজ্য ছাড়াও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগাল ও লুক্সেমবার্গ।
নীলফামারীর ডিমলায় কমিটি বাণিজ্যসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে গণঅধিকার পরিষদের প্রায় শতাধিক নেতাকর্মী পদত্যাগের ঘোষণা দিয়েছেন। নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, কেন্দ্রীয় এবং জেলা কমিটি বিভিন্ন অনিয়ম, স্বেচ্ছাচারিতা, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং কমিটি-বাণিজ্য করছেন। তারা টাকার বিনিময়ে উপজেলায় অযোগ্য ব্যক্তিদের কমিটিতে অন্তর্ভুক্ত করেছেন। কোনো নিয়ম-কানুন মানা হচ্ছে না, ইচ্ছে মতো কমিটি গঠন করা হচ্ছে। এসব কর্মকাণ্ডের কারণে স্থানীয় পর্যায়ে তাদের সম্মান ক্ষুণ্ণ হচ্ছে এবং নেতাকর্মীরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই সর্বসম্মতিক্রমে তারা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। সংবাদ সম্মেলনে উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে। হামলার আশঙ্কায় ভিপি পদপ্রার্থী শেখ খোদার নূর ইসলাম আশ্রয় নেন সাংবাদিক সমিতির কার্যালয়ে। সন্ধ্যা ৬টার দিকে আরেক ভিপি পদপ্রার্থী নাসিম তাকে সেখান থেকে বাইরে নিয়ে যান। এর আগে, প্রায় আড়াই ঘণ্টা খোদার নূর কার্যালয়ে অবস্থান করেন। ছাত্রদলের ঢাকা জেলা (উত্তর) আহ্বায়ক ছিলেন খোদার নূর ইসলাম। তিনি বলেন, কয়েকদিন ধরে ফেসবুকের একটি গ্রুপে এনোনিমাস আইডি থেকে তার বিরুদ্ধে নানা ধরনের পোস্ট দেওয়া হচ্ছিল। পোস্টদাতার পরিচয় শনাক্ত করার পর তানজিতের সঙ্গে কথা-কাটাকাটি হয়। এরপর তানজিতের পক্ষের কয়েকজনের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়লে তিনি গবিসাস কার্যালয়ে আশ্রয় নেন এবং নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। অন্যদিকে, তানজিত অভিযোগ করেন, ভিপি প্রার্থী রাকিবের পক্ষে কাজ করায় খোদার নূর তাকে হুমকি দেন। জিজ্ঞাসাবাদের সময় রনি উত্তেজিত হয়ে তাকে হ্যাচকা টান দেন ও পুলিশের কাছে দেওয়ার হুমকি দেন। এদিকে খোদার নূর বলেন, উদ্ধারের নামে রাজনীতি করতে আসার দরকার নেই। এসব নাটক চাই না।
রাবি'তে পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে চলমান আন্দোলন আরও উত্তপ্ত রূপ নিয়েছে। শনিবার রাত ১০টার দিকে টানা ৪০ ঘণ্টা অনশন করার পর কোনো সমাধান না পেয়ে অনশনরত শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের প্রধান ফটক ভাঙার চেষ্টা করেন। শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, আমি মারা গেলে যেন আমার মায়ের কবরের পাশে দাফন করা হয় এবং শিক্ষার্থীরা যেন এ আন্দোলন চালিয়ে নেয়। জানা গেছে, বর্তমানে ৭ থেকে ৮ জন শিক্ষার্থী আমরণ অনশনে রয়েছেন। এর আগে উপ-উপাচার্যের বাসভবনে তালা দেওয়া, জুবেরী ভবনের সামনে বিক্ষোভ, শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে হাতাহাতি ও ভাঙচুরের ঘটনাও ঘটে। এ নিয়ে প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে আন্দোলন করছেন। আমরা শুনেছি, তারা ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করছে। এজন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে পুলিশ শিক্ষার্থীদের গায়ে কোনোভাবেই হাত দেবে না।
গত ২৪ ঘন্টায় একনজরে ১৩৩ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।