বুধবার থেকে পূজা মণ্ডপের নিরাপত্তায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা
পূজা কমিটিগুলোকে মণ্ডপে ৭ জন করে গার্ড রাখতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন না হওয়া পর্যন্ত তারাই নিরাপত্তার বিষয়টি দেখবে। আগামী বুধবার (২৪ সেপ্টেম্বর) বুধবার থেকে সারাদেশের পূজামণ্ডপগুলোতে বাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।