যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও পর্তুগালসহ কয়েকটি পশ্চিমা দেশ ২১ সেপ্টেম্বর ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি প্রদান করেছে, যা বৈদেশিক নীতিতে ঐতিহাসিক পরিবর্তন হিসেবে ধরা হচ্ছে। ইসরায়েল এই পদক্ষেপকে নিন্দা করেছে, আর যুক্তরাষ্ট্র এটিকে ‘লোক দেখানো’ হিসেবে অভিহিত করেছে, এবং বন্দিদের মুক্তি, ইসরায়েলের নিরাপত্তা ও আঞ্চলিক শান্তি-সমৃদ্ধিকেই অগ্রাধিকার বলেছে। গাজায় ফিলিস্তিনিরা এটি ‘জয়’ হিসেবে স্বাগত জানিয়েছে। নেতানিয়াহু জর্ডান নদীর পশ্চিমে কোনো ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার কথা অস্বীকার করেছেন। অন্যান্য দেশগুলো আসন্ন জাতিসংঘ সাধারণ সভায় স্বীকৃতি দিতে পারে।
গাজায় নতুন অস্ত্র ব্যবহার করছে ইসরায়েল—স্থানীয়দের ভাষায় ‘বুবি-ট্র্যাপ রোবট’। পুরোনো সাঁজোয়া যান বিস্ফোরকে ভরে আবাসিক এলাকায় রেখে মুহূর্তেই তা উড়িয়ে দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা বলছেন, প্রতিটি বিস্ফোরণ ৫০০ বর্গমিটার এলাকা ধ্বংস করছে, বহু পরিবার ঘরের ভেতরেই চাপা পড়ছে। ১৩ আগস্ট থেকে অন্তত ১,১০০ জন নিহত ও ছয় হাজার আহত হয়েছে। বিশ্লেষকদের মতে, সেনা ক্ষয়ক্ষতি এড়াতে ইসরায়েল এ অস্ত্র ব্যবহার করছে। স্বাস্থ্য কর্মকর্তারা সতর্ক করেছেন, এর ফলে ব্যাপক বাস্তুচ্যুতি ও গণহত্যার ঝুঁকি তৈরি হয়েছে।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বিএনপি প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে যোগ দিয়েছেন। রোববার সন্ধ্যায় পাঁচবাগ ইউনিয়নের চরশাঁখচুড়া গ্রামে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তারা। এ সময় উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ নবাগত কর্মীদের অভিনন্দন জানিয়ে ফুল দিয়ে বরণ করে নেন। উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইসমাঈল হোসেন সোহেল মাষ্টার বলেন, জামায়াতের রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে মাদক, সন্ত্রাস, ঘুষ, দুর্নীতির বিরুদ্ধে এবং ইসলামী আইন ও শাসন ব্যবস্থা কায়েমের লক্ষ্যে বিএনপি থেকে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার ও গুলি চালানোর নির্দেশ দেওয়া একটি অডিও রেকর্ডিংয়ের কণ্ঠ শেখ হাসিনার সঙ্গে মিলে গেছে বলে জানিয়েছেন একজন ফরেনসিক বিশেষজ্ঞ। ট্রাইব্যুনাল-২-এ সিআইডি ডিজিটাল ফরেনসিক ল্যাবের কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক রুকনুজ্জামান এ সাক্ষ্য দেন। তিনি বলেন, পরীক্ষায় নারীকণ্ঠ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এবং পুরুষকণ্ঠ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপসের সঙ্গে মিলে গেছে। প্রসঙ্গত, অডিওটি মার্চ থেকে ফাঁস হওয়া বহু অডিওর একটি—যেখানে হাসিনার কথোপকথন ছিল এবং যা রেকর্ড করেছিল এনটিএমসি। একই ফাঁস হওয়া অডিওর অংশ এর আগে চলতি মাসে বিবিসি পরীক্ষা করে প্রতিবেদন প্রকাশ করেছিল।
যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডস ভিত্তিক প্রকাশনা সংস্থা ‘এলসভিয়ার’ কর্তৃক প্রকাশিত ২০২৫ সালের দুই শতাংশ শীর্ষ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ৩৫ জন শিক্ষক-গবেষক স্থান পেয়েছেন। গত বছর এই তালিকায় ঢাবির ১০ জন শিক্ষক-গবেষক স্থান পেয়েছিলেন। এবার প্রায় ২৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে তা দাঁড়িয়েছে ৩৫ জনে। গবেষকদের প্রকাশিত গবেষণাপত্র, সাইটেশন, এইচ-ইনডেক্স, কনসিস্টেন্সি এবং সহ-লেখকদের প্রভাবের ওপর ভিত্তি করে এই তালিকা তৈরি করা হয়েছে। বিশ্বের শীর্ষ বিজ্ঞানীদের তালিকায় স্থান পাওয়ায় শিক্ষক ও গবেষকদেরকে অভিনন্দন জানিয়ে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, এই স্বীকৃতি শুধু শিক্ষক ও গবেষকদের অসাধারণ অর্জনকে তুলে ধরে না বরং এটি ঢাবির জ্ঞানচর্চার বিকাশ এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতিরও প্রতিফলন ঘটায়। আরও বলেন, নানা সীমাবদ্ধতার মধ্যেও বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন শিক্ষক ও গবেষকদের জন্য একটি টেকসই অনুকূল পরিবেশ তৈরির জন্য কাজ করে যাচ্ছে।
বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু বলেন, নির্বাচন দ্রুত হতে হবে, নির্বাচন দ্রুত না হলে দেশের অবস্থা ভালো যাবে না। ইমাম ও মুয়াজ্জিনদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, আগে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে জনগণ সে নির্বাচনের পক্ষে। অন্য কোন পদ্ধতি জনগণ চিনেও না, বুঝেও না। ভোট তারা প্রার্থীকে দিতে চায়। যাচাই বাছাই করে পছন্দের প্রার্থী নির্বাচিত করবে। দীর্ঘদিন ধরে যে নির্বাচন পদ্ধতি বাংলাদেশে আছে সে পদ্ধতিই বহাল থাকবে। পিন্টু বলেন, এরই মধ্যে অনেক চক্রান্ত হবে, ষড়যন্ত্র হবে। জনগণ সকল চক্রান্ত ও ষড়যন্ত্র মোকাবেলা করবে। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে।
পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে কর্মরত ৩৯ কর্মকর্তা পদোন্নতি পেয়ে সহকারী পুলিশ সুপার হয়েছেন। সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর যোগদান পত্র দাখিল করবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
সুনামগঞ্জের দিরাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে অন্তত ৩৪ জন আহত হয়েছেন। রাজানগর নৌকাঘাটে পানি ছিটানোকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, গোলাপ মিয়া ও আকবর মিয়ার দুই পক্ষের আত্মীয়দের মধ্যে কথা কাটাকাটির জেরে সংঘর্ষের সূত্রপাত হয়। এসময় উভয় পক্ষ দেশীয় নানা অস্ত্র নিয়ে একে অপরের উপর হামলা চালায়। গুরুতর আহত ২৪ জনকে সিলেট হাসপাতালে পাঠানো হয়। বাকি ১০ জনকে ভর্তি করা হয় দিরাই মেডিকেল কলেজে। ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং গ্রামের পরিবেশ স্বাভাবিক। অভিযান চলিয়ে বিপুল পরিমাণ টেটা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
নারায়ণগঞ্জে ময়লার ভাগাড় থেকে পাচঁ বস্তা ভর্তি এনআইডি কার্ড পাওয়ার বিষয়ে নির্বাচন কমিশন কী ব্যবস্থা নেয় তা জানাতে ডিসিকে নিদের্শ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এর আগে রোববার রাতে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে ময়লার ভাগাড় থেকে পাঁচ বস্তা জাতীয় পরিচয়পত্র, বিপুল সংখ্যক পোলিং অফিসারের কার্ড ও সিলমোহর উদ্ধার করেছে পুলিশ। জেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন বলেছেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পেলে ব্যবস্থা নিবেন। এ ঘটনায় শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এসব এনআইডি কার্ড এবং পোলিং অফিসারদের কার্ড ও সিল সবই গাজীপুর সদর এলাকার বলে জানান জেলা নির্বাচন অফিসার। পুলিশ জানায়, সন্ধ্যার দিকে একটি সাদা গাড়িতে করে কয়েকজন এসে স্টেডিয়ামের সামনে ময়লার ভাগাড়ে কয়েকটি বস্তা ফেলে যান। এ ব্যাপারে সদর উপজেলা নির্বাচন অফিসার থানায় একটি জিডি করেছেন।
ছাত্রদল ও ছাত্রশিবিরের পালটা-পালটি স্লোগানের মধ্যে রাকসু নির্বাচনের তারিখ পেছানো হয়েছে। দুর্গাপূজার পর আগামী ১৬ অক্টোবর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে পালটা-পালটি স্লোগান দিয়ে বিক্ষোভ করেছে দুটি পক্ষ। ২৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচনের দাবিতে আন্দোলন করছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীসহ সমর্থকরা। অন্যপক্ষে বাম প্যানেলের প্রার্থীসহ বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীরা ভোটারবিহীন রাকসু চান না বলে মত দিয়েছেন। এদিকে উদ্ভূত পরিস্থিতিতে সোমবার দুপুরে শাখা ছাত্রদলসহ ৫টি প্যানেল রাকসু নির্বাচনের পরিবেশ নেই বলে সাংবাদিকদের জানিয়েছেন। তারা লেভেল প্লেয়িং ঠিক করে নির্বাচনের দাবি জানিয়েছেন। অন্যদিকে বিকাল ৩টায় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ও ভিপি পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ ২৫ সেপ্টেম্বরই নির্বাচন হতে হবে বলে দাবি জানিয়েছেন।
ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব শেখ ফজলে বারী মাসউদ ও সেক্রেটারি আরিফুল ইসলাম যৌথ বিবৃতিতে এ্যানিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন। তারা বলেন, তিনি জনসভায় বক্তব্য দানকালে ইসলামী আন্দোলনের আমির ও পীর সাহেব চরমোনাই সম্পর্কে অশ্লীল ও অশালীন মিথ্যা-বানোয়াট বক্তব্য দিয়েছে, তা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। এ্যানির মতো একজন ব্যক্তি এ রকম দায়িত্বজ্ঞানহীন বক্তব্য রাজনৈতিক এবং সচেতন মহলকে ব্যথিত করেছে। দুই নেতা বলেন, বিএনপি হচ্ছে ডিরেক্ট স্বৈরাচারের সঙ্গী। কারণ তারা ২০১৮ সালের অবৈধ নির্বাচনকে স্বীকৃতি দিয়ে সংসদে তাদের ছয়জন এমপি পাঠিয়েছে। ২০১৮ এর ডামি নির্বাচনের স্বীকৃতি দানকারী দল হলো বিএনপি। এখন তারা পাগলের মত আবোল তাবোল বলে উদুর পিন্ডি বুধুর ঘাড়ে চাপাতে চাচ্ছে।' তারা বলেন, জাতীয় চাঁদাবাজরা মিথ্যা ছাড়া কিছু বলতে পারে না। মিথ্যা কথা বলাই এ্যানি চৌধুরীদের পুঁজি! যা বাংলাদেশের মানুষ এখন বুঝে গেছে। আমরা তার মিথ্যা কথা প্রত্যাহারের আহ্বান জানাই। আরও বলেন, মূলত ৫ আগস্টের পর ইসলামপন্থিদের ঐক্য এবং এক বাক্সে ভোটের প্রক্রিয়াকে বিএনপি কোনোভাবেই মেনে নিতে পারছে না। বেইমান তো তারা- যারা শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে চাঁদাবাজি, দখলবাজি, লুটপাট, সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। এইদিকে এ্যানি ইসলামী আন্দোলন ও চরমোনাই পীরকে জাতীয় বেইমান হিসেবে চিহ্নিত বলে বক্তব্য দেন।
চাকরিতে পুনর্বহালের দাবিতে কুর্মিটোলা বলাকা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে চাকরিচ্যুত বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারী। আন্দোলনকারীরা জানান, ১২ আগস্ট বিমানের বৈষম্য দূরীকরণের লক্ষ্যে বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে বিমানের সকল চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের পুনর্বহালের আবেদন ১৫ দিনের মধ্যে নিষ্পত্তির জন্য প্রজ্ঞাপন জারি করে। তবে ১ বছর পার হয়ে গেলেও আজ পর্যন্ত কোনো সমাধান হয়নি। অথচ একই প্রজ্ঞাপনের ওপর ভিত্তি করে কয়েকজনকে চাকরিতে পুনর্বহাল করা হলেও বেশিরভাগের বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। আরও জানান, চাকরিতে পুনর্বহালের এক দফা দাবি না নিলে ধারাবাহিক আন্দোলন চলবে।
বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করার মধ্য দিয়ে আমরা একটা জাতীয় ঐকমত্যের সরকার নিয়ে আসতে পারি। নিচের কক্ষে নির্বাচিত প্রতিনিধিরা থাকবেন এবং উচ্চকক্ষে যারা নির্বাচিত হতে পারবেন না, শ্রেণিভিত্তিক বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সেই উচ্চকক্ষে যখন বসবে তখন এটা একটা সমঝোতামূলক অথবা ঐক্যের মধ্য দিয়ে জাতীয় ঐকমত্যের সরকার গঠন করা যেতে পারে। এ্যানি বলেন, ১৭ বছর ইসলামী শাসনতন্ত্র আন্দোলন হাসিনাকে স্থায়িত্ব দিয়েছিল। ২০১৪, ১৮ ও ২৪-এর নির্বাচনে হাসিনাকে সহযোগিতা করে হাসিনার স্থায়িত্ব বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এই চরমোনাই পীর, এই ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশের মানুষের আরেকটি জাতীয় বেইমান হিসেবে চিহ্নিত। তিনি বলেন, তারা আজকে নির্বাচনের বিরুদ্ধে যে আন্দোলন করছে, ১৭ বছর আমরা যখন লড়াই করেছি সংগ্রাম করেছি, তখন তো আমরা এই পাখা মার্কাকে পাইনি। আজকে ইসলামি দলগুলো থ্রেট দেখায়, মিছিল করেন, মিটিং করেন, বৃদ্ধাঙ্গুলি দেখান, নির্বাচনী পরিবেশকে বিঘ্নিত করেন। এই পরিবেশ থেকে বাহির হতে হলে ঐক্যই হলো শুক্তি। এ্যানি বলেন, পিআর পদ্ধতি নিয়ে জামায়াতে ইসলামীর ভূমিকা এবং তারা ৮৬ ও ৯৬ সালে বিভিন্নভাবে শুধু আমাদের অসহযোগিতা করে নাই, পুরো জাতিকে অসহযোগিতা করেছে।
ডেনমার্ক রাষ্ট্রদূত এইচ.ই. মি. ক্রিস্টিয়ান ব্রিক্স মোলার সঙ্গে সাক্ষাৎ করে বিএনপি নেতা আব্দুল মঈন খান বলেছেন, ‘বিএনপির উদার গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি বাংলাদেশের শান্তিপূর্ণ ও স্থিতিশীল সামাজিক ও অর্থনৈতিক পরিবেশ অর্জনে সহায়ক হবে। এ সময় তারা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণ এবং আগামী সাধারণ নির্বাচনের জন্য তাদের নীতি অবস্থান নিয়ে আলোচনা করেন। রাষ্ট্রদূত জানান, তারা চট্টগ্রাম বন্দর এবং কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত উপকূলীয় অঞ্চলে অবকাঠামো উন্নয়ন এবং নবায়নযোগ্য শক্তি প্রকল্পে প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে আগ্রহী। এছাড়াও, তারা উচ্চকক্ষ এবং পিআর ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। উভয় পক্ষ আশা প্রকাশ করেছেন যে, বাংলাদেশ একটি স্থিতিশীল গণতান্ত্রিক কাঠামো অর্জন করলে দুই দেশের জনগণের মধ্যে অর্থনৈতিক ও সামাজিক সহযোগিতা বৃদ্ধি পাবে।
উইঘুর-আমেরিকান কর্মী কুযযাত আলতেয় জানিয়েছেন, চীনের অর্থনৈতিক প্রভাবের কারণে মুসলিম দেশগুলো উইঘুরদের নির্যাতনের বিষয়ে নীরব থাকে। তিনি বলেন, বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক রক্ষার জন্য এসব দেশ প্রকাশ্যে কথা বলে না। তার দাবি, চীন কোটি কোটি ডলার খরচ করে সরকার ও গণমাধ্যমকে চাপ দেয় এবং তথ্য নিয়ন্ত্রণ করে। তিনি বিশ্ববাসীকে আওয়াজ তোলার আহ্বান জানান। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, শিবিরে উইঘুরদের আটক, জোরপূর্বক মতবাদ চাপানো ও নির্যাতন চলছে, যা চীন অস্বীকার করে।
বর্তমান সরকার ও বিসিবি সভাপতির বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন নির্বাচনে সভাপতি পদের প্রার্থী তামিম ইকবাল। তামিম অভিযোগ করে জানান, বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে জেতানোর জন্য কাজ করছে সরকার। এর প্রতিক্রিয়ায় ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, সরকার কোনো হস্তক্ষেপ করছে না। বরং রুটিন কাজ করছে। রুটিন কাজের প্রসঙ্গটি টেনে তামিমকে দুটি অপশন দেখিয়েছেন আসিফ মাহমুদ, ‘সরকারের রুটিন কার্যক্রমকে যদি হস্তক্ষেপ বলেন, তাহলে...এখানে বুঝতে হবে সরকারের কতটুকু এখতিয়ার আছে। এখতিয়ারের বাইরে যদি কিছু করে তাহলে বলতে পারেন যে অবৈধ হস্তক্ষেপ করা হয়েছে। সেটা হলে প্রয়োজনে আপনি আইনি ব্যবস্থা নিতে পারেন, প্রয়োজনে আইসিসিকে বলতে পারেন।’ এর আগে তামিম বলেছিলেন, ‘আমি শুধু স্বচ্ছ একটি নির্বাচন চাই, ফলাফল যাই হোক এতে আমার কোনো সমস্যা নেই। স্বচ্ছ নির্বাচন আমার চাওয়া, জিতি বা হারি তা পরের ব্যাপার।’
রাবিতে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় ক্যাম্পাসে ‘কমপ্লিট শাটডাউন’ এবং শিক্ষার্থীদের হল ও মেস ছেড়ে চলে যাওয়ার কারণে রাকসু নির্বাচন পেছানোর দাবি জানিয়েছেন ছাত্রদল সমর্থিত প্রার্থীরা। ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি প্রার্থী শেখ নুর উদ্দিন আবীর বলেন, আমাদের নির্বাচনের তারিখ নিয়ে কোনো সমস্যা নেই। তবে শতভাগ শিক্ষার্থী উপস্থিতি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ভোটার ছাড়া নির্বাচন কোনোভাবেই সুষ্ঠু হতে পারে না। তাই দরকার হলে ভোট দুর্গা পূজার পরে অনুষ্ঠিত হোক—আমরা সেটিই চাই। পাশাপাশি ‘সচেতন শিক্ষার্থী সংসদ’, ‘রাকসু ফর র্যাডিকাল চেঞ্জ’, ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’, ‘ইউনাইটেড ফর রাইটস’ এবং স্বতন্ত্র প্রার্থীরা একই অবস্থান নেন। প্রার্থীরা দ্রুত ‘পোষ্য কোটা’ ইস্যু সমাধানের মাধ্যমে নির্বাচনকে অংশগ্রহণমূলক করার আহ্বান জানান। এদিকে ভিপি প্রার্থী তাসিন বলেন, শিক্ষার্থীরা ইতিমধ্যেই বাসায় যাওয়া শুরু করেছে। সনাতন ধর্মাবলম্বীদের বড় পূজা এবং বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছুটির সঙ্গে ‘কমপ্লিট শাটডাউন’ জড়িত হওয়ায় আমাদের সকল প্রচারণায় বাধা সৃষ্টি হয়েছে। দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া রাকসু নির্বাচন এ কারণে সরাসরি প্রশ্নবিদ্ধ হতে পারে।
সিরিয়ার অন্তবর্তী সরকার আগামী ৫ অক্টোবর গণপরিষদ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে, যা গত বছর বাশার আল-আসাদের পতনের পর প্রথম। ২১০ আসনের এক-তৃতীয়াংশ প্রেসিডেন্ট আহমেদ আল-শারা সরাসরি নিয়োগ দেবেন, বাকি আসন নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে নির্বাচিত হবে। এই ভোটের মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠন ও বৈধতা অর্জনের চেষ্টা চলছে, যদিও সমালোচকেরা পর্যাপ্ত প্রতিনিধিত্বের ঘাটতির অভিযোগ করছেন। সুইদা, হাসাকা ও রাক্কায় নিরাপত্তা উদ্বেগ বিদ্যমান, এদিকে আল-শারা আঞ্চলিক কূটনীতিতে সক্রিয় হচ্ছেন, ইসরাইলের সঙ্গেও সম্ভাব্য আলোচনা অন্তর্ভুক্ত।
রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার তাদের গ্রেফতারের পর আজ তা জানানো হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, তারা বিভিন্ন সময় রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও এর অর্থায়নের সঙ্গে যুক্ত। এ বিষয়ে পরে আরও বিস্তারিত তথ্য জানানো হবে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে উপহার হিসেবে বিতরণের জন্য ৫০০ কেজি সুগন্ধি চিনিগুড়া চাল পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দুপুরে আখাউড়া স্থলবন্দর দিয়ে চালভর্তি একটি পিকআপ ভ্যান ত্রিপুরা রাজ্যের আগরতলা স্থলবন্দরে প্রবেশ করে। ‘চাষী’ ব্র্যান্ডের এসব চাল ভারতের দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে বিতরণ করা হবে। বন্দর থেকে চালের কাস্টমস ক্লিয়ারিংয়ের দায়িত্বে থাকা সিঅ্যান্ডএফ এজেন্ট সুয়েব ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী রাজীব ভূইয়া জানান, চালগুলো বাংলাদেশ হাইকমিশন থেকে ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপহার হিসেবে দেওয়া হবে।
গত ২৪ ঘন্টায় একনজরে ১০৯ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।