বিশ্বের ২ শতাংশ শীর্ষ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ৩৫ শিক্ষক-গবেষক
যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডস ভিত্তিক প্রকাশনা সংস্থা ‘এলসভিয়ার’ কর্তৃক প্রকাশিত ২০২৫ সালের দুই শতাংশ শীর্ষ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩৫ জন শিক্ষক-গবেষক স্থান পেয়েছেন। গত বছর এই তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ জন শিক্ষক-গবেষক স্থান পেয়েছিলেন। এবার প্রায় ২৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে তা দাঁড়িয়েছে ৩৫ জনে।