পাইপলাইনের মাধ্যমে বিমানের জ্বালানি পরিবহণে দেশের প্রথম বিমানবন্দর হিসেবে চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেট ফুয়েল সরবরাহ শুরু হয়েছে। পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ জেট এ-১ পাইপলাইনটি নির্মাণ করেছে। অনুষ্ঠানে জ্বালানি সচিব সাইফুল ইসলাম বলেন, বাংলাদেশে পাইপলাইনের মাধ্যমে বিমানের জ্বালানি সরবরাহ করা প্রথম বিমানবন্দর এটি। প্রকল্পটি বিমানে আধুনিক, পরিবেশ বান্ধব ও দক্ষ জ্বালানি সরবরাহ নিশ্চিত করবে। তিনি বলেন, এই পদক্ষেপের ফলে দুর্ঘটনার ঝুঁকি কমবে, পরিবহণ খরচ কমবে এবং বিমান জ্বালানি ব্যবস্থাপনায় কর্মদক্ষতা বাড়বে। পদ্মা অয়েল সূত্র জানায়, ‘জেট এ-১ পাইপলাইন ফ্রম মেইন ইন্সটলেশন (এমআই) টু শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর’ নামক ১৭০ কোটি টাকার প্রকল্পটি ২০২৩ সালের ১৯ ডিসেম্বর শুরু হয়েছিল। তবে ১৫৫ কোটি টাকা ব্যয়ে এর নির্মাণ সম্পন্ন হয়।
এনসিপির যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবিন লেখেন, ‘রাজনীতিতে আসার পর থেকে আমরা নারীরা হেন কোনো গালি নাই শুনি নাই। হেন কোনো সাইবার বুলিং নাই যার মধ্যে দিয়ে যায় নাই। ম বর্গীয়, খ বর্গীয়সহ সব ধরনের গালাগালি নিত্যনৈমিত্তিক বিষয়। কিন্তু আজকে নিউইয়র্কে জারাকে যে অকথ্য ভাষায় আক্রমণ করা হলো, আখতারের ওপর হামলা করা হলো, তাও বাংলাদেশ সরকারের সফরসঙ্গী হিসেবে এর চেয়ে নিন্দনীয় কিছু হতে পারে না।’ তিনি লেখেন, ‘অন্তর্বর্তী সরকারকে এর জবাব দিতে হবে। কেন এরা রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিরাপত্তা দিতে পারে নাই। কেন তারা একমাত্র নারী রাজনৈতিক প্রতিনিধিকে নিরাপত্তা দিতে পারে নাই। শেইম! অন্তর্বর্তী সরকারের এদের কাছে ক্ষমা চাইতে হবে। জারার কাছে ক্ষমা চাইতে হবে। মুখে নারী নারী করে ফেনা তুলে ফেলে, অথচ সঙ্গে করে নিয়ে তাকে আক্রমণের মুখে ফেলে রেখে চলে গেছে।’ এ হামলার দায় সরকারকে নিতে হবে। এই নেত্রী বলেন, ‘আখতার শুধু এনসিপির নেতা না, আখতার ফ্যাসিবাদের বিরুদ্ধে জীবন্ত প্রতীক। যার অবদানে সরকার হইসেন তাকেই নিরাপত্তা দিতে ব্যর্থ! ধিক্কার জানাই। এনসিপি এর জবাব নিয়ে ছাড়বে।
এনসিপির সদস্য সচিব আখতার হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন রুহুল কবির রিজভী। রিজভী বলেন, বিগত ১৫ বছর যারা দেশে স্বৈরাশাসন চালিয়েছে, তারাই নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির অপ্রচেষ্টা চালাচ্ছে। যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য স্বৈরাচারের সঙ্গে হাত মিলিয়েছে, তাদের থেকে সবাইকে সর্তক থাকতে হবে। আরও বলেন, ৫ আগস্টের পর থেকে নতুন বয়ান তৈরি করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। ১/১১ এর মতো মাইনাসের রাজনীতি করতে চাওয়াদের ষড়যন্ত্র সফল হতে দেয়া হবে না। খালেদা জিয়াকে যেমন দেশ থেকে তাড়ানো সম্ভব হয়নি, তেমনি বিএনপিকে মাইনাস করাও সম্ভব হবে না। আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্ন করতে দলের নেতাকর্মীদের প্রহরীর ভূমিকা পালনের নির্দেশ দেয়া হয়েছে।
নিউইয়র্কে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনসহ একাধিক রাজনৈতিক দলের নেতাদের হেনস্তার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। বিবৃতিতে বলা হয়, হাসিনার ঘনিষ্ঠ সহযোগী ও সমর্থকেরা এই হামলা চালিয়েছে। এই ঘটনা শেখ হাসিনার শাসনামলে সহিংস রাজনৈতিক সংস্কৃতির কথা স্মরণ করিয়ে দেয়। বিমানবন্দরে পৌঁছানোর পর প্রতিনিধি দলকে প্রথমে ভিভিআইপি গেট দিয়ে প্রবেশ করানো হয় এবং একটি গাড়িতে তোলা হয়। তবে শেষ মুহূর্তে অপ্রত্যাশিতভাবে ভিসা-সংক্রান্ত জটিলতায় কারণে প্রতিনিধি দলকে বিকল্প পথে বের হতে হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়নি। রাজনৈতিক নেতাদের ভিভিআইপি প্রবেশাধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষকে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু দুঃখজনকভাবে বিমানবন্দর কর্তৃপক্ষ সেই অনুরোধ প্রত্যাখ্যান করে। এর ফলে প্রতিনিধি দলের সদস্যরা ঝুঁকির মুখে পড়েন। আরো বলা হয়, হেনস্তার ঘটনার পর নিউইয়র্কে বাংলাদেশ মিশনের মাধ্যমে পুলিশের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা হয়। এরইমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়েছে। পাশাপাশি এ ঘটনার আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে। প্রধান উপদেষ্টা ও সফরসঙ্গীদের নিরাপত্তা বাড়ানো হয়েছে জানিয়ে বলা হয়, আইনি ও কূটনৈতিক পদক্ষেপের মাধ্যমে এর জবাব দেয়া হবে।
জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। প্রেস উইং বলছে, প্রধান উপদেষ্টা জাতিসংঘের সদর দফতরে সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন। এ সময় তার সঙ্গে ছিলেন, জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। এর আগে, প্রধান উপদেষ্টা ড. ইউনূস উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেটকিন এবং চিলির সাবেক রাষ্ট্রপতি মিশেল ব্যাচেলেটের সাথে সাক্ষাৎ করেন। এদিকে, উদ্বোধনী অধিবেশন শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া নৈশভোজেও অংশ নেবেন প্রধান উপদেষ্টা।
‘বিএনপি-জামায়াতকে ভারত কেন এক বন্ধনীতে রাখছে’, প্রশ্ন মির্জার- এমন শিরোনামে সম্প্রতি মির্জা ফখরুলের একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে কলকাতা থেকে প্রকাশিত ‘এই সময়’। তবে শিরোনামে উল্লেখিত বক্তব্যটি দেননি বলে দাবি করেছেন মির্জা ফখরুল। প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, মির্জা ফখরুল বলেছেন, আওয়ামী লীগের ভাষ্য মেনে বিএনপি ও জামায়াতকে একই বন্ধনীতে ফেলেছে ভারত। আওয়ামী লীগ এই অপপ্রচারটা ভারতকে বিশ্বাস করিয়েছে। তারা শুধুই নির্বাচনী শরিক। তারা ধর্মীয় রাজনীতি করে, আমরা করি না। আসলে ভারত আওয়ামী লীগের চশমা দিয়ে বাংলাদেশকে দেখেই ভুলটা করেছে। আরও বলেছেন, জামায়াত আর বিএনপির রাজনীতি তো এক নয়। আমরা অসাম্প্রদায়িক, মধ্যপন্থী একটি গণতান্ত্রিক দল। মুক্তিযুদ্ধে অর্জিত সংবিধান রক্ষায় আজও আমরা স্বাধীনতা-বিরোধীদের সঙ্গে লড়াই করছি। বামেরা আমাদের সঙ্গে রয়েছে। এদিকে, প্রতিবেদনটিতে ‘৩০টি আসন না দেয়ায় পিআর নিয়ে বিএনপির ওপর চাপ সৃষ্টি করছে জামায়াত’— মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যকে অসত্য ও প্রতিহিংসাপরায়ণ দাবি করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াত।
চাকসু নির্বাচন তিনদিন পেছানো হয়েছে। আগামী ১৫ অক্টোবর চাকসুর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার নির্বাচন কমিশন জানায়, প্রার্থীদের অনুরোধে ১২ অক্টোবরের পরিবর্তে আগামী ১৫ অক্টোবর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে, গতকাল চাকসু নির্বাচনে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তাতে দেখা গেছে, জমা দেয়া মনোনয়নপত্রের মধ্যে ১৯ জনের প্রার্থীতা বাতিল হয়েছে। এর মধ্যে দুইজন ভিপি ও একজন জিএস পদে প্রার্থীতার জন্য মনোনয়নপত্র কিনছিলেন। এবারের কেন্দ্র ও হল সংসদে নির্বাচনের জন্য ১ হাজার ১৬২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। তার মধ্যে ৯৩১ জন জমা দেন। ভিপি পদে ২৫, জিএস ও এজিএস পদে ২২ টি করে মনোনয়নপত্র জমা পড়ে।
বিএনপির কেন্দ্রীয় নেতা ও বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, মাদক আজ সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে। মাদকের ছোবল থেকে রক্ষা করতে না পারলে যুবসমাজের ধ্বংস অনিবার্য। যুবসমাজকে মাদকের করালগ্রাস থেকে রক্ষা করা না গেলে ভবিষ্যতে দেশের রাজনীতির হাল ধরার মতো কেউ থাকবে না। মঙ্গলবার সকালে টঙ্গী সাহাজ উদ্দিন সরকার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে হাসান উদ্দীন সরকার এসব কথা বলেন।
নিউইয়র্কের রাস্তায় গাড়িবহর নিয়ে পুলিশি বাধার মুখে পড়লেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। পরে সরাসরি ফোন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। গার্ডিয়ান জানিয়েছে, ওই মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের গাড়িবহর যাচ্ছিল। তার নিরাপত্তা নিশ্চিত করতেই আটকে দেয়া হয় অন্যান্য সড়ক। এ সময় অন্যান্যদের মতো আটকা পড়েন ফরাসী প্রেসিডেন্ট ম্যাকরনও। নিরাপত্তা বাহিনীর সদস্যদের মন গলাতে মিত্র ট্রাম্পকে ফোন করেন ম্যাকরন। এরপর অবশ্য খুলে দেয়া হয় রাস্তা। তবে গাড়ি নিয়ে নয়, বাকি পথ হেঁটেই এগোতে হয়েছে ম্যাকরনকে।
পাবনার রূপপুর গ্রীণসিটি প্রকল্পের ক্রয় প্রক্রিয়ার বিভিন্ন অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় গণপূর্ত অধিদফতরের সহকারী প্রকৌশলী রফিকুজ্জামানকে ‘চাকুরী হতে অপসারণ’ এবং তত্বাবধায়ক প্রকৌশলী জিল্লুর রহমানকে ‘নিম্নপদে অবনমিতকরণ’ করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, রফিকুজ্জামান এবং জিল্লুর রহমান কর্মরত থাকা অবস্থায় রূপপুর গ্রীণসিটি প্রকল্পের ২০ ও ১৬ তলা ভবনের আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী ক্রয় এবং ভবনে উঠানোর কাজে অস্বাভাবিক ব্যয়ের বিষয়টি ওই সময়ে বিভিন্ন মিডিয়াতে প্রকাশিত হয়। তদন্তে তাদের বিরুদ্ধে অস্বাভাবিক ব্যয়ে আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী ক্রয় এবং ভবনে উঠানোর কাজে পিপিআর ব্যতয় ঘটিয়ে দরপত্র আহবানের পূর্বেই মালামালের গ্রহণের বিষয়টি প্রমাণিত হয়েছে। তাই তাদেরকে এ শাস্তি দেয়া হয়েছে।
পরাজিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, ডাকসু নির্বাচনের নানা অসঙ্গতি তদন্ত করে প্রকাশ করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ইসি গড়িমসি করছে। দুপুরে উপাচার্যের কার্যালয়ে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করে তদন্তের সবশেষ তথ্য জানতে চান তিনি। আবিদুলের সাথে ছিলেন উমামা ফাতেমা ও আব্দুল কাদের। পরে আবিদুল বলেন, নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। গাউসুল আজম সুপার মার্কেটের নিচতলায় যে ব্যালট পাওয়া গেছে তা আমলে নিচ্ছে না কমিশন। এই ব্যালট কে ছাপিয়েছে তা তদন্ত করে সবাইকে জানানো প্রশাসনের দায়িত্ব। একই সময় উমামা ফাতেমা বলেছেন, ব্যালট পেপারের বিষয়ে উত্তর এখনও প্রশাসন দিতে পারেনি। এসএম হল ও জহুরুল হক হলের ভোটার উপস্থিতি নিয়েও প্রশ্ন রয়েছে।
জামায়াত আমির শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামীকে যারা গালি দেয়, তাদের গালির জবাব দেওয়ার কোনো প্রয়োজন নেই। গালির জবাবে দোয়া হবে আমাদের কর্মসূচি, ইনশাআল্লাহ।’ আমির বলেন, ‘দেশ এবং জনগণের কল্যাণে কাজ করার বিশাল দায়িত্ব আমাদের ওপর। দায়িত্বের এই আমানতের প্রতি সবার শ্রদ্ধাশীল থাকা উচিত। আসুন, আমরা এই কাজটাই করি।’ আরো বলেন, ‘ফায়সালা মহান মাবুদের হাতে। মহান আল্লাহর ওপর ভরসা ও ধৈর্যই হোক আমাদের মূল হাতিয়ার। প্রিয় বাংলাদেশকে আল্লাহ তাআলা সব ধরনের বিপদ থেকে হেফাজত করুন।
উপদেষ্টা মো. মাহফুজ আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি সুসান ভাইজ। উপদেষ্টা জানান, গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশের আলোকে সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ প্রণয়নের লক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কাজ করছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণমাধ্যম যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে, সেজন্য সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে। বর্তমানে গণমাধ্যমের ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই জানিয়ে বলেন, সরকার গণমাধ্যমের কাছ থেকে নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সরকার এবং মন্ত্রণালয় থেকে যথাযথ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলেই হামলার ঘটনা ঘটেছে। তাই আমরা সরকার ও মন্ত্রণালয়ের কাছে জবাব চাইবো। আমরা দেখতে পাচ্ছি জুলাই গণঅভ্যুত্থানের নেতৃবৃন্দকে লক্ষ্য করে ফ্যাসিস্ট আওয়ামীলীগ তার নানা তৎপরতা চালাচ্ছে। আমরা এর আগে জুলাই পদযাত্রায় গোপালগঞ্জে এনসিপির নেতৃবৃন্দের ওপর হত্যার নীল নকশা নিয়ে আক্রমণ দেখেছি। উপদেষ্টা মাহফুজ আলম এর আগে যখন লন্ডন এবং আমেরিকায় গিয়েছিল, তখন সেখানেও তার ওপর হামলা করার চেষ্টা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল আমরা আখতার হোসেনের ওপর হামলা দেখতে পাই। ক্রমাগত এই হামলা, ষড়যন্ত্র এবং অপতৎপরতাগুলোর বিরুদ্ধে উপযুক্ত কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নেয়া হয়নি। নাহিদ বলেন, অনেক আসামি জামিন পেয়ে পালিয়ে যাচ্ছে। অনেক এলাকায় আওয়ামী লীগের লোকেরা ছাড়া পেয়ে প্রকাশ্যে চলাফেরা করছে এবং শহীদ পরিবারদের হুমকি দিচ্ছে। এজন্য সরকারের সর্বস্তরের যে ফ্যাসিবাদের দোসর রয়ে গেছে তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। অপরদিকে, শাপলা প্রতীক প্রসঙ্গে বলেন, ইসি আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে সিদ্ধান্ত নিলে আমরা আমাদের চূড়ান্ত প্রতিক্রিয়া জানাবো। এছাড়া জিওপি ও এনসিপি এক হওয়ার আলোচনা চলছে।
টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের ঘটনায় আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ফায়ার সার্ভিসের চার কর্মী দগ্ধ হন। মঙ্গলবার তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় শামীম আহমেদ (৪০) নামের একজনের মৃত্যু হয়েছে। এই ফায়ার ফাইটারের শরীরের শতভাগ দগ্ধ হয়েছিল। এর আগে, সোমবার বিকেলে গাজীপুরের টঙ্গী বিসিক শিল্প নগরীর সাহারা মার্কেটে কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের ঘটনায় ফায়ার সার্ভিসের চারজন দগ্ধ হন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছিলেন চিকিৎসক। দুজনের শরীরের ১০০ শতাংশ এবং একজনের ৪২ শতাংশ দগ্ধ হয়েছে। এছাড়া, একজনের পাঁচ শতাংশ দগ্ধ হয়েছে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনসহ রাজনীতিবিদদের ওপর হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল লিখেছেন, নিউইয়র্ক বিমানবন্দরে যা ঘটেছে, তা আবারও প্রমাণ করলো – আওয়ামী লীগ তাদের অন্যায়ের জন্য বিন্দুমাত্র অনুশোচনা করে না। বিচারের আওতায় আনা হবে জানিয়ে তিনি আরও বলেন, আওয়ামী লীগ আজ পর্যন্ত যা অন্যায় করেছে, সবকিছুর বিচার আইনের মাধ্যমে হবে। দল ও দেশের স্বার্থে ধৈর্য ধরুন।
এনসিপি নেতা সারজিস লেখেন, ইলেকশন কমিশন সচিব বলেছেন মার্কার তালিকায় শাপলা নেই তাই এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না। তার মানে কোনো আইনগত বাধা নয় বরং তালিকায় না থাকার কারণে তারা এনসিপিকে শাপলা প্রতীক দিতে পারছে না। তিনি লেখেন, যেদিন এনসিপি প্রথম নিবন্ধনের জন্য আবেদন করে সেদিনই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল এনসিপি শাপলা মার্কা চায়। তাহলে ওই তালিকায় শাপলা মার্কা যুক্ত করা কাদের কাজ ছিল? এতদিন কি তারা নির্বাচন কমিশনে বসে বসে নাটক দেখেছে? নাকি স্বাধীন প্রতিষ্ঠানে বসে অন্য কোনো প্রতিষ্ঠান, দল বা এজেন্সির কথামতো উঠবস করেছে? আরও লেখেন, সব ধরনের ভণ্ডামিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। যেহেতু কোনো আইনগত বাধা নেই তাই এনসিপির মার্কা শাপলাই হতে হবে। অন্য কোনো অপশন নেই। নাহলে কোনো নির্বাচন কীভাবে হয় আর কে কীভাবে ক্ষমতায় গিয়ে মধু খাওয়ার স্বপ্ন দেখে সেটা আমরাও দেখে নিব।
‘৩০টি আসন না দেয়ায় পিআর নিয়ে বিএনপির ওপর চাপ সৃষ্টি করছে জামায়াত’— বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এই বক্তব্যকে অসত্য ও প্রতিহিংসাপরায়ণ দাবি করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ার। এই বক্তব্য মির্জা ফখরুলের হয়ে থাকলে জামায়াতে ইসলামী কার কাছে এই আসনগুলো দাবি করেছে, তার প্রমাণ জাতির কাছে উপস্থাপন করার জন্য আহবান জানিয়েছেন পরওয়ার। তিনি বলেন, জামায়াতে স্বাভাবিকভাবে তার মূল নেতৃত্বের অধীনে পরিচালিত হয়। কারও কাছে আসন চাওয়ার রাজনীতির সাথে জামায়াতে ইসলামীর বর্তমান সময়ে দূরতম কোনও সম্পর্ক নেই। তিনি যদি তার বক্তব্যের পক্ষে প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হন, তাহলে আমরা আহ্বান জানাব সত্যকে মেনে নিয়ে তিনি তার বক্তব্যের জন্য ন্যূনতম পক্ষে জনগণের সামনে দুঃখ প্রকাশ করবেন। জামায়াতে ইসলামীর রাজনীতি ও সংগঠনের মর্যাদা সম্পর্কে তিনি যে তাচ্ছিল্যের ভাষায় কথা বলেছেন, তার বিচারের ভার জনগণের আদালতের ওপর ছেড়ে দেয়া হয়েছে। পরওয়ার আহ্বান করেন, ভবিষ্যতে এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর বক্তব্য প্রদান থেকে বিরত থাকার।
প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এনসিপির সদস্যসচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনা অনাকাঙ্ক্ষিত। এ বিষয়টি আমাদের কনস্যুলেট এবং ফরেন মিনিস্ট্রি দেখবে। তিনি বলেন, প্রধান উপদেষ্টার আজ জাতিসংঘে সোশ্যাল বিজনেসের ওপর আইএমএফের মিটিং ছিল, সেখানে তিনি বক্তব্য রাখেন। এরপর তিনি আরেকটি ইভেন্টে অংশ নেন। প্রধান উপদেষ্টাকে এসডিজি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। আরও বলেন, ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে অনেক বিষয়ে আলাপ হয়েছে। এ ছাড়া সার্ক পুনরুজ্জীবিত করার বিষয়ে কথা হয়েছে। নেপাল ভুটানের সঙ্গে সম্পর্ক কীভাবে বাড়ানো যায় সে বিষয়ে কথা হয়েছে। আসিয়ানে আমরা মেম্বারশিপ চাচ্ছি, সেটা নিয়ে কথা হয়েছে। শফিকুল বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক নিয়েও কথা হয়েছে। সার্জিও গোর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের খুব কাছের মানুষ। এসব বিষয় নিয়ে তিনি সরাসরি ট্রাম্পের সঙ্গে কথা বলবেন।
বিএনপি নেতা ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বাংলাদেশের মানুষ সংবিধানের আলোকে সরাসরি ভোট দিতে অভ্যস্ত এবং এটিই তারা প্র্যাকটিস করেছে। কাজেই দেশের মানুষ কোনো অবস্থাতেই পিআর ভোট কি, প্রার্থীকে তারা দেখলোই না, প্রার্থীকে তারা চেনেন না, সেই প্রার্থীকে আমাদের দেশের মানুষ ভোট দিয়ে জয়যুক্ত করবে এটা বাংলাদেশে ৫৪ বছরে প্র্যাকটিস হয়নি, পাকিস্তানে ২৪ বছরেও প্র্যাকটিস হয়নি এবং ব্রিটিশ আমলেও এটা প্র্যাকটিস হওয়ার সুযোগ ছিল না। তিনি বলনে, কোনো সাংবিধানিক আদেশ করে বা কোনো প্রেসিডেনশিয়াল প্রোগ্রামেশন করে চাপিয়ে দিলে তা পরবর্তীতে জনগণ ভালোভাবে নেবে না। বিএনপি তা কোনো অবস্থাতেই গ্রহণ করবে না। আমরা মনে করি দেশের সর্বোচ্চ আইন সংবিধান এবং সেই সংবিধানের ধারাবাহিকতায় আজকের অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ অবস্থান ধরে রেখেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
গত ২৪ ঘন্টায় একনজরে ১০৩ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।