নিউইয়র্কে রাজনীতবিদদের হেনস্তার ঘটনায় রিজভীর নিন্দা
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বিমানবন্দরে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে গুলশানে ‘আমরা বিএনপি’ পরিবারের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।