চীনের গবেষকরা “বোন-০২” নামে নতুন একটি চিকিৎসা আঠা তৈরি করেছেন যা মাত্র তিন মিনিটেই ভাঙা হাড় জোড়া লাগাতে সক্ষম। এটি হাড়ের টুকরোগুলো স্থিতিশীল রাখে এবং হাড় সেরে ওঠার পর শরীরে স্বাভাবিকভাবে শোষিত হয়, ফলে ইমপ্লান্ট অপসারণের প্রয়োজন হয় না। ঝিনুকের মতো জলমগ্ন পরিবেশে শক্তভাবে আটকে থাকার অনুপ্রেরণায় তৈরি এই আঠা রক্তমাখা অবস্থাতেও কার্যকর। ১৫০-এর বেশি রোগীর পরীক্ষায় এটি হাড়ের শক্তিশালী সংযোগ দেখিয়েছে এবং ভবিষ্যতে ধাতব প্লেট ও স্ক্রু প্রতিস্থাপন করতে পারে।
মাত্র ৩ মিনিটে ভাঙা হাড় জোড়া লাগবে: চীনের বিজ্ঞানীরা উদ্ভাবন করলেন বিপ্লবী ‘বোন গ্লু’
গত ২৪ ঘন্টায় একনজরে ৫৮ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।