Web Analytics

লন্ডনের হোয়াইট চ্যাপেল মেট্রো স্টেশনের দ্বিভাষিক (বাংলা-ইংরেজি) নামফলক নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে, যখন ব্রিটিশ এমপি রুপার্ট লোউ দাবি করেন যে স্টেশনের নাম শুধু ইংরেজিতে লেখা উচিত। তিনি নামফলকের ছবি পোস্ট করে লেখেন, “এটি লন্ডন—নামফলক কেবল ইংরেজিতে থাকা উচিত!” তার মন্তব্য দ্রুত ভাইরাল হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। টেক বিলিয়নিয়ার ইলন মাস্কও সংক্ষেপে লোউর বক্তব্যকে সমর্থন জানান। তবে ভাষাগত অন্তর্ভুক্তির বিষয়টি নিয়ে বিতর্ক এখনো চলছে।

Card image

গত ২৪ ঘন্টায় একনজরে ১০৪ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।