বাংলাদেশের তৃতীয় দেশে পণ্য রপ্তানির জন্য ভারতীয় শুল্ক স্টেশন, বন্দর ও বিমানবন্দর ব্যবহারের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। ৮ এপ্রিল ভারতের সেন্ট্রাল বোর্ড অব ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস এ আদেশ জারি করে, ২০২০ সালের একটি আদেশও বাতিল করা হয়। বর্তমানে ভারতের ভেতর দিয়ে যেসব পণ্য পরিবহনে রয়েছে, সেগুলো ভারত ত্যাগ করতে পারবে। ভারতের পোশাক রপ্তানিকারকরা আগেই এ সুবিধা বাতিলের আহ্বান জানিয়েছিল। এই সিদ্ধান্তে নেপাল ও ভুটানে রপ্তানিতে প্রভাব পড়বে, যা ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে যাতায়াত করত।
গত ২৪ ঘন্টায় একনজরে ১০৪ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।