ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মাত্র কয়েকদিনে মালিবাগের ফরচুন শপিং মলের শম্পা জুয়েলার্স থেকে ৫০০ ভরি স্বর্ণালংকার চুরির কেলেঙ্কারি উদঘাটন করেছেন। সরাসরি ঘটনায় তিনজন অংশ নেন: দুজন রশি বেয়ে ভবনে প্রবেশ করেন, বোরকা পরে, এবং একজন নিচে মোটরসাইকেলে অপেক্ষা করেন। চুরি করার পর তারা দ্রুত পালিয়ে স্বর্ণালংকার ভাগাভাগি করেন। তথ্যপ্রযুক্তির মাধ্যমে ডিবি প্রধান অভিযুক্তদের শনাক্ত করে এবং দেশের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে। এক সদস্যের বাড়ি থেকে ১৫০ ভরির বেশি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে, এছাড়া অন্যদের কাছ থেকেও সোনা ও নগদ টাকা জব্দ করা হয়েছে। চুরির রাতটি ছিল ৮ অক্টোবর; দোকানের তালা ভেঙে ও প্রদর্শনী কেস থেকে স্বর্ণালংকার চুরি করা হয়। পুলিশের দ্রুত পদক্ষেপে চোরচক্রকে স্বর্ণ বিক্রি করার সুযোগ হয়নি। বিস্তারিত তথ্য শুক্রবার ডিবি সংবাদ সম্মেলনে জানানো হবে।