আলোচিত সেই ৫০০ ভরি স্বর্ণ চুরির রহস্য উদ্ঘাটন
রাজধানীর মালিবাগের ফরচুন শপিংমলের শম্পা জুয়েলার্সের ৫০০ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনায় সরাসরি অংশ নেন তিনজন। তাদের মধ্যে দুজন রশি বেয়ে ভবনের ভেতরে ঢোকেন। অপরজন ভবনের নিচে মোটরসাইকেল নিয়ে অপেক্ষা করেন। চুরি শেষে তিনজনই দ্রুত সটকে পড়েন। পরবর্তী সময়ে চুরি করা স্বর্ণালংকার চোরচক্রের সদস্যরা নিজেদের মধ্যে ভাগ করে নেন।