ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করেছেন, ইরান ইসরাইলের সঙ্গে যুদ্ধের পর ‘গভীর সমস্যায়’ পড়েছে। তিনি বলেন, ইরানের সঙ্গে চুক্তি করতে হলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, সন্ত্রাসবাদ ও আঞ্চলিক হুমকি বন্ধ করতে হবে। ইরান এসব না মানলে তাদের নিয়ন্ত্রণহীন অবস্থায় পড়েই থাকতে দেওয়া উচিত। নেতানিয়াহু বলেন, ইসরাইল ও যুক্তরাষ্ট্র আক্রমণ না করলে ‘ইরান এক বছরের মধ্যে পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারত।’ তিনি বলেন, ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্র এক ‘ভিন্ন আমেরিকা’, যা মুক্ত বিশ্বের আকাঙ্ক্ষা। সেইসঙ্গে তিনি ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্যও সুপারিশ করেছেন।