ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাকের গালিবাফ বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী ‘বর্বর’ শত্রু ইসরাইলকে অসহায় করে ছাড়বে। কারণ এই শত্রু কোনো ‘রেড লাইনের প্রতি’ শ্রদ্ধাশীল নয়। তিনি বলেন, গত কয়েক রাত ধরে যা ঘটেছে, তাতে দখলদারদের দুঃস্বপ্ন ও অপরাধীদের মধ্যে যে ভয় সৃষ্টি হয়েছে, তা আগ্রাসনের জন্য অনুশোচনা ও শাস্তি না হওয়া পর্যন্ত চলতেই থাকবে। ইরানী বাহিনী শত্রুকে নরক উপহার দেবে এবং বিশ্ব তাদের দুর্দশা প্রত্যক্ষ করবে’। এদিকে টেলিভিশন ভাষণে আয়াতুল্লাহ খামেনি বলেন, ‘ইসরাইলি শাসনব্যবস্থা একটি নিকৃষ্ট শত্রু এবং ইসলামি প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনীর প্রতিশোধের পর এটি অসহায় হয়ে পড়বে’।