ইসরাইলকে ‘নরক দেখানোর’ হুঁশিয়ারি
ইরানে অব্যাহত হামলার মধ্যেই ইসরাইলকে ‘নরক দেখানোর’ হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাকের গালিবাফ। বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী ‘বর্বর’ শত্রু ইসরাইলকে অসহায় করে ছাড়বে। কারণ এই শত্রু কোনো ‘রেড লাইনের প্রতি’ শ্রদ্ধাশীল নয়।