গণঅভ্যুত্থানে ৫ আগস্ট ঢাকার বাইপাইলে নওগাঁর সেলুনকর্মী বিপ্লব মণ্ডল (৩৩) গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। ঐদিন সেলুনে যাওয়ার সময় মেয়েকে বলেছিলেন ফেরার সময় চকলেট নিয়ে যাবেন। কিন্তু ফিরেছেন লাশ হয়ে! শহীদের পিতা বলেন, ৪ আগস্ট ফোনে তাকে ও তার ছোট ছেলেকে দেশের অবস্থা ভালো না বলে ঘরে সাবধান থাকতে বলে। তিনি জানান, ৫ আগস্ট অবস্থা বেগতিক দেখে ছেলের কাছে ফোন দিলে বন্ধ পান। ভাত না খেয়ে অপেক্ষা করছিলেন ছেলের সাথে কথা বলবেন, কিন্তু জানতে পেলেন ছেলে আর জীবনেও কথা বলতে পারবে না। কিন্তু ঐদিন ছেলের লাশ পাওয়া যায়নি। পেয়েছেন পরদিন মর্গে। একমাত্র উপার্জনসক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা পরিবার। এই সময়ে তারা দাবি করেন পরিবারের একজনকে সরকারি চাকরি ও শহীদ কন্যার লেখাপড়ার ব্যবস্থা যেন করে দেওয়া হয়।