বাবা বলেছিল আমার জন্য চকলেট নিয়ে আসবে
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট ঢাকার বাইপাইলে নওগাঁর বিপ্লব মণ্ডল (৩৩) গুলিবিদ্ধ হয়ে মারা যান। নিহত বিপ্লব মণ্ডল নওগাঁ সদর উপজেলার শিমুলিয়া মণ্ডলপাড়া গ্রামের লুৎফর মণ্ডলের ছেলে। শহিদ বিপ্লব ঢাকার বাইপাইল এলাকায় একটি সেলুনে কাজ করতেন। ৫ আগস্ট সেলুনে যাওয়ার সময় মেয়েকে বলেছিলেন- আসার সময় তোমার চকলেট নিয়ে আসব। তিনি ফিরেছেন লাশ হয়ে।