প্রধান উপদেষ্টার প্রেস উইং দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এ প্রকাশিত পলাতক আসাদুজ্জামান খানের সাক্ষাৎকারকে মিথ্যাচার ও বিভ্রান্তিকর বলে অভিহিত করেছে। গণহত্যার অভিযুক্ত কামাল ৪৬০টি থানায় আগুন দেওয়া ও ৫,৮২৯টি অস্ত্র লুট হওয়ার দাবি করেন, যা পুলিশের তথ্যের সঙ্গে সঙ্গতিহীন। কামালের ভিত্তিহীন বক্তব্য, যেমন গণমাধ্যম নিয়ন্ত্রণের অভিযোগ ও বাংলাদেশের বিচার ব্যবস্থায় ভারতের হস্তক্ষেপ আহ্বান, জাতীয় সার্বভৌমত্বের জন্য হুমকি বলে চিহ্নিত করা হয়। প্রেস উইং জানায়, ২০২৪ সালের আগস্ট থেকে অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করেছে।