প্রধান উপদেষ্টার প্রেস উইং দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এ প্রকাশিত পলাতক আসাদুজ্জামান খানের সাক্ষাৎকারকে মিথ্যাচার ও বিভ্রান্তিকর বলে অভিহিত করেছে। গণহত্যার অভিযুক্ত কামাল ৪৬০টি থানায় আগুন দেওয়া ও ৫,৮২৯টি অস্ত্র লুট হওয়ার দাবি করেন, যা পুলিশের তথ্যের সঙ্গে সঙ্গতিহীন। কামালের ভিত্তিহীন বক্তব্য, যেমন গণমাধ্যম নিয়ন্ত্রণের অভিযোগ ও বাংলাদেশের বিচার ব্যবস্থায় ভারতের হস্তক্ষেপ আহ্বান, জাতীয় সার্বভৌমত্বের জন্য হুমকি বলে চিহ্নিত করা হয়। প্রেস উইং জানায়, ২০২৪ সালের আগস্ট থেকে অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করেছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।