সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের নামে ঢাকাজুড়ে শতকোটি টাকার সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। গত বছরের ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়ার পর হাসিনা পরিবারের নামে গুলশান, বারিধারা ও সেগুনবাগিচাসহ বিভিন্ন এলাকায় বিপুল সম্পদের তথ্য পাওয়া গেছে। কর নথিতে ব্যাংক লকার ও সম্পদের তথ্য গোপন এবং সম্পত্তির মূল্য কম দেখানোর অভিযোগ উঠেছে। দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন জানান, ২০০৮ সালের নির্বাচনি হলফনামায় শেখ হাসিনা কৃষিজমি ৫ দশমিক ২ একর দেখালেও অনুসন্ধানে ২৯ একর জমির তথ্য মেলে। তদন্তে দেখা গেছে, হাসিনা পরিবারের আয় উৎস কৃষি, রয়্যালটি ও আর্থিক খাত থেকে এলেও স্থাবর-অস্থাবর সম্পদের প্রকৃত পরিমাণ গোপন রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এসব তথ্য প্রকাশের পর সাবেক প্রধানমন্ত্রীর সম্পদ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।