Web Analytics

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের নামে ঢাকাজুড়ে শতকোটি টাকার সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। গত বছরের ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়ার পর হাসিনা পরিবারের নামে গুলশান, বারিধারা ও সেগুনবাগিচাসহ বিভিন্ন এলাকায় বিপুল সম্পদের তথ্য পাওয়া গেছে। কর নথিতে ব্যাংক লকার ও সম্পদের তথ্য গোপন এবং সম্পত্তির মূল্য কম দেখানোর অভিযোগ উঠেছে। দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন জানান, ২০০৮ সালের নির্বাচনি হলফনামায় শেখ হাসিনা কৃষিজমি ৫ দশমিক ২ একর দেখালেও অনুসন্ধানে ২৯ একর জমির তথ্য মেলে। তদন্তে দেখা গেছে, হাসিনা পরিবারের আয় উৎস কৃষি, রয়্যালটি ও আর্থিক খাত থেকে এলেও স্থাবর-অস্থাবর সম্পদের প্রকৃত পরিমাণ গোপন রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এসব তথ্য প্রকাশের পর সাবেক প্রধানমন্ত্রীর সম্পদ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।