বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ)-এর নিরাপত্তা প্রটোকল অনুযায়ী আগামী ৪ ডিসেম্বর দুপুর ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিকট দুটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমানবাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন পরিচালনা করবে। এ বিষয়ে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এ উদ্যোগ নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা ও নিরাপত্তা ঘিরে বিশেষ প্রস্তুতির অংশ হিসেবে। তিনি গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন এবং ২৭ নভেম্বর থেকে সিসিইউতে রয়েছেন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের পাশাপাশি চীনের চিকিৎসক দল ও যুক্তরাজ্যের বিশেষজ্ঞ ডা. রিচার্ড বেল তার চিকিৎসায় যুক্ত আছেন। সম্প্রতি অন্তর্বর্তী সরকার খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণা করেছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।