Web Analytics

বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ)-এর নিরাপত্তা প্রটোকল অনুযায়ী আগামী ৪ ডিসেম্বর দুপুর ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিকট দুটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমানবাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন পরিচালনা করবে। এ বিষয়ে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এ উদ্যোগ নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা ও নিরাপত্তা ঘিরে বিশেষ প্রস্তুতির অংশ হিসেবে। তিনি গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন এবং ২৭ নভেম্বর থেকে সিসিইউতে রয়েছেন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের পাশাপাশি চীনের চিকিৎসক দল ও যুক্তরাজ্যের বিশেষজ্ঞ ডা. রিচার্ড বেল তার চিকিৎসায় যুক্ত আছেন। সম্প্রতি অন্তর্বর্তী সরকার খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণা করেছে।

Card image

Related Rumors

logo
No data found yet!