রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরের আগে দিল্লিকে পঞ্চম প্রজন্মের এসইউ-৫৭ স্টেলথ ফাইটার জেটের পূর্ণ প্রযুক্তিগত প্রবেশাধিকার দেওয়ার প্রস্তাব দিয়েছে মস্কো। রোস্টেকের প্রধান সার্গেই চেমেজভ জানিয়েছেন, প্রাথমিকভাবে রাশিয়ায় তৈরি এসইউ-৫৭ সরবরাহ করা হবে এবং পরে এর উৎপাদন ধীরে ধীরে ভারতে স্থানান্তরিত হবে। পাশাপাশি, রাশিয়া একক ইঞ্জিনের এসইউ-৭৫ চেকমেট ফাইটারও দিতে পারে। এই প্রস্তাবের মাধ্যমে ভারত প্রথমবারের মতো সম্পূর্ণ স্টেলথ বিমান প্রযুক্তি, যেমন ইঞ্জিন, সেন্সর, স্টেলথ উপকরণ ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থার ওপর প্রবেশাধিকার পেতে পারে। রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, ভারত চাইলে নিজস্বভাবে উন্নত যুদ্ধবিমান তৈরি করতে সক্ষম হবে। রোসোবোরোনেক্সপোর্ট জানিয়েছে, ভারতীয় অস্ত্র সংযোজন ও লাইসেন্স উৎপাদনের সুযোগও দেওয়া হবে। রাশিয়া বলেছে, নিষেধাজ্ঞার মধ্যেও ভারতের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা অব্যাহত থাকবে এবং এই পদক্ষেপ দুই দেশের কৌশলগত সম্পর্ক আরও জোরদার করবে।