Web Analytics

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরের আগে দিল্লিকে পঞ্চম প্রজন্মের এসইউ-৫৭ স্টেলথ ফাইটার জেটের পূর্ণ প্রযুক্তিগত প্রবেশাধিকার দেওয়ার প্রস্তাব দিয়েছে মস্কো। রোস্টেকের প্রধান সার্গেই চেমেজভ জানিয়েছেন, প্রাথমিকভাবে রাশিয়ায় তৈরি এসইউ-৫৭ সরবরাহ করা হবে এবং পরে এর উৎপাদন ধীরে ধীরে ভারতে স্থানান্তরিত হবে। পাশাপাশি, রাশিয়া একক ইঞ্জিনের এসইউ-৭৫ চেকমেট ফাইটারও দিতে পারে। এই প্রস্তাবের মাধ্যমে ভারত প্রথমবারের মতো সম্পূর্ণ স্টেলথ বিমান প্রযুক্তি, যেমন ইঞ্জিন, সেন্সর, স্টেলথ উপকরণ ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থার ওপর প্রবেশাধিকার পেতে পারে। রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, ভারত চাইলে নিজস্বভাবে উন্নত যুদ্ধবিমান তৈরি করতে সক্ষম হবে। রোসোবোরোনেক্সপোর্ট জানিয়েছে, ভারতীয় অস্ত্র সংযোজন ও লাইসেন্স উৎপাদনের সুযোগও দেওয়া হবে। রাশিয়া বলেছে, নিষেধাজ্ঞার মধ্যেও ভারতের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা অব্যাহত থাকবে এবং এই পদক্ষেপ দুই দেশের কৌশলগত সম্পর্ক আরও জোরদার করবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।