বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, জনগণের কাছে গ্রহণযোগ্যতা নেই, এমন কিছু রাজনৈতিক দল পিআর পদ্ধতির অজুহাতে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে। তারা জানে, নির্বাচনে তারা বেশি আসন পাবে না, অতীতেও পায়নি। যে পদ্ধতি সম্পর্কে জনগণের কোনো ধারণা নেই, সেই পদ্ধতি বাংলাদেশের মানুষের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে তারা। ভোলা-৩ নির্বাচনি আসনের দুই উপজেলায় তিনি বলেন, ১৭ বছর শেখ হাসিনা দেশটাকে ধ্বংস করে গেছে। বাংলাদেশ নামক রাষ্ট্রকে প্রতিবেশী রাষ্ট্রের পদানত করে দেওয়া হয়েছে। যারা কোনো দিন আমাদের মঙ্গল চায় না। ধ্বংস করা গণতন্ত্রকে উদ্ধার করতে হবে। ১৭ বছর পর কাঙ্ক্ষিত একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে নিরপেক্ষ সরকারের পদক্ষেপকে স্বাগত জানাচ্ছে বিএনপি। জনগণের আস্থা অর্জন ছাড়া কোনো রাজনৈতিক দলের টিকে থাকা সম্ভব নয়।