গ্রহণযোগ্যতা নেই এমন দল পিআর চায়: মেজর হাফিজ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, জনগণের কাছে গ্রহণযোগ্যতা নেই, এমন কিছু রাজনৈতিক দল পিআর পদ্ধতির অজুহাতে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে। তারা জানে, নির্বাচনে তারা বেশি আসন পাবে না, অতীতেও পায়নি। যে পদ্ধতি সম্পর্কে জনগণের কোনো ধারণা নেই, সেই পদ্ধতি বাংলাদেশের মানুষের ওপর চাপিয়ে দেওয়ার চেস্টা করছে তারা।