Web Analytics
শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ইসলামী ছাত্রশিবিরের সম্পৃক্ততার অভিযোগ ‘পরিকল্পিত অপপ্রচার’ বলে দাবি করেছে সংগঠনটি। রবিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম বলেন, গণমাধ্যমে বা সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার সঙ্গে ছাত্রশিবিরের কোনো সম্পর্ক নেই।

তারা জানান, ছাত্রশিবির সবসময় স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতাকে শ্রদ্ধা করে। সংগঠনটির অভিযোগ, একটি স্বার্থান্বেষী মহল প্রকৃত ঘটনা আড়াল করতে তাদের ওপর দায় চাপানোর চেষ্টা করছে। রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কিছু নেতার ব্যক্তিগত মন্তব্যকে কেন্দ্র করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে বলেও তারা উল্লেখ করেন।

ছাত্রশিবির নেতারা হামলার ঘটনার নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্ত দাবি করে বলেন, গণমাধ্যম ও জনমনে বিভ্রান্তি ছড়ানো বন্ধ করা উচিত। তারা ধৈর্য, প্রজ্ঞা ও জাতীয় ঐক্যের আহ্বান জানান।

Card image

Related Videos

logo
No data found yet!