‘আল্লাহ, আল্লাহ তুই দেহিস’— এই হৃদয়বিদারক আকুতি উঠে আসে ষাটোর্ধ্ব এক বৃদ্ধের কণ্ঠে, যখন তাকে প্রকাশ্যে জোরপূর্বক চুল কেটে দেওয়া হচ্ছিল। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ভুক্তভোগীর ছেলে তারাকান্দা থানায় মামলা দায়ের করেছেন, যেখানে ৭ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে। মামলা করেছেন হালিম উদ্দিন আকন্দ নামের ওই বৃদ্ধের ছেলে মো. শহীদ আকন্দ। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ঘটনাটি ঘটেছে চলতি বছরের ৫ জুন। তারাকান্দা থানার ওসি টিপু সুলতান বলেন, ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যরা থানায় এসে ঘটনার বিস্তারিত জানালে, তা যাচাই-বাছাই করে মামলা গ্রহণ করা হয়েছে। তদন্তের স্বার্থে আসামিদের নাম-পরিচয় এখনই প্রকাশ করা হচ্ছে না। এদিকে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রকাশ্যে একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সঙ্গে এমন অমানবিক আচরণ সভ্য সমাজে কাম্য নয়।