বৃদ্ধের চুল কেটে দেওয়ার ঘটনায় ৭ জনের নাম উল্লেখ করে মামলা
‘আল্লাহ, আল্লাহ তুই দেহিস’— এই হৃদয়বিদারক আকুতি উঠে আসে ষাটোর্ধ্ব এক বৃদ্ধের কণ্ঠে, যখন তাকে প্রকাশ্যে জোরপূর্বক চুল কেটে দেওয়া হচ্ছিল। ঘটনার সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সারাদেশে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ভুক্তভোগীর ছেলে তারাকান্দা থানায় মামলা দায়ের করেছেন, যেখানে ৭ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে।