সিলেট শহরকে নিরাপদ, স্মার্ট ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে চালু করা হয়েছে মোবাইল অ্যাপ ‘GenieA’। এই অ্যাপের মাধ্যমে লোকেশন শেয়ার, নোটিফিকেশন, অভিযোগ ট্র্যাকিংসহ এক ক্লিকেই মিলবে জরুরি পুলিশি সহায়তা। এক মতবিনিময় সভায় নবাগত সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, সময়ের সঙ্গে অপরাধের ধরন বদলেছে। তাই নাগরিক ও পুলিশের আস্থার সেতুবন্ধন তৈরি করতে ‘GenieA’ অ্যাপ চালু করা হয়েছে। কমিশনার জানান, অ্যাপের মাধ্যমে সহজ রিপোর্টিং, প্রবাসী ও পরিবারের নিরাপত্তা, নারী-শিশুদের জন্য বিশেষ হেল্প ডেস্ক, ভবিষ্যতে শিশু অপহরণ ও ঘরোয়া সহিংসতা প্রতিরোধ, ড্রোন নজরদারি, আইনি সহায়তা এবং ব্লকচেইন ভিত্তিক সাক্ষ্য-প্রমাণ সুরক্ষার মতো সুবিধাও যুক্ত করা হবে। তিনি বলেন, একটি নিরাপদ, স্মার্ট ও আধুনিক সিলেট গড়তে সবার অংশগ্রহণ প্রয়োজন। এদিকে পিবিআইয়ের পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল হক সিলেট রেঞ্জ ডিআইজি হচ্ছেন।