এসএমপির দায়িত্ব নিয়েই ‘অ্যাপস’ চালু করলেন নতুন কমিশনার
সিলেট শহরকে নিরাপদ, স্মার্ট ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে চালু করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর মোবাইল অ্যাপ ‘GenieA’। এই অ্যাপের মাধ্যমে লোকেশন শেয়ার, নোটিফিকেশন, অভিযোগ ট্র্যাকিংসহ এক ক্লিকেই মিলবে জরুরি পুলিশি সহায়তা।