জামায়াত নেতা ড. মো. হেলাল উদ্দিন বলেছেন, সারা দেশের ব্যবসায়ীরা গুলিস্তান থেকে বিভিন্ন সামগ্রী কিনে দেশের প্রত্যন্ত এলাকায় নিয়ে যান। প্রতিদিন প্রায় লক্ষাধিক ব্যবসায়ীর পদচারণায় মুখরিত থাকে এই গুলিস্তান অঞ্চল। ব্যবসায়ীরা চায় নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এখনও পূর্বের ফ্যাসিবাদ আমলের মতো চাঁদাবাজি অব্যাহত আছে। হেলাল আরও বলেন, আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন ছাড়া দেশ থেকে চাঁদাবাজ দূর হবে না। ৫ আগস্টে যে ছাত্র জনতার বিপ্লব অনুষ্ঠিত হলো সেখানে ছাত্রদের তিনটি স্লোগান ছিল, ‘উই ওয়ান্ট জাস্টিস, নারায়ে তাকবির, আল্লাহু আকবার এবং দিল্লি নয়, ঢাকার সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। ছাত্র-জনতার রক্তের ঋণ পরিশোধ করতে হলে গঠনমূলক সংস্কার, ফ্যাসিবাদের দোসরদের দৃষ্টান্তমূলক বিচার ও স্বচ্ছ-নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে।