ফ্যাসিবাদ আমলের মতো চাঁদাবাজি অব্যাহত আছে : ড. হেলাল
ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. মো. হেলাল উদ্দিন বলেছেন গুলিস্তান রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত একটি প্রসিদ্ধ ব্যবসায়িক এলাকা। এখান থেকে সারা দেশের ব্যবসায়ীরা বিভিন্ন সামগ্রী কিনে দেশের প্রত্যন্ত এলাকায় নিয়ে যান। প্রতিদিন প্রায় লক্ষাধিক ব্যবসায়ীর পদচারণায় মুখরিত থাকে এই গুলিস্তান অঞ্চল। ব্যবসায়ীরা চায় নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এখনও পূর্বের ফ্যাসিবাদ আমলের মতো চাঁদাবাজি অব্যাহত আছে। জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষের সপ্তম দিনে শাহবাগ পূর্ব থানার ফুলবাড়িয়া পূর্ব ওয়ার্ডের উদ্যাগে ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে গণসংযোগ পক্ষ উপলক্ষ্যে দাওয়াতী সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।