ভারতের ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদী বিদ্রোহীদের সংঘর্ষে তিন পুলিশ কর্মকর্তা ও ১২ মাওবাদী নিহত হয়েছেন। বুধবার (৩ ডিসেম্বর) দন্তেওয়াড়া ও বিজাপুর সীমান্তবর্তী বনাঞ্চলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথবাহিনীর অভিযানের সময় এ সংঘর্ষ ঘটে। অভিযানে রাজ্য পুলিশের ডিআরজি, স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) এবং সিআরপিএফের কোবরা কমান্ডো অংশ নেয়। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। নিষিদ্ধ সিপিআই (মাওবাদী) সংগঠনের সশস্ত্র শাখা পিএলজিএর সদস্যদের উপস্থিতির খবর পেয়ে অভিযান চালানো হয়েছিল। চলতি বছর ছত্তিশগড়ে এ ধরনের সংঘর্ষে ২৭৫ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজন শীর্ষ মাওবাদী নেতা রয়েছেন। দিল্লি আগামী মার্চের মধ্যে মাওবাদী বিদ্রোহ সম্পূর্ণ নির্মূলের অঙ্গীকার করে অভিযান জোরদার করেছে।