Web Analytics

ভারতের ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদী বিদ্রোহীদের সংঘর্ষে তিন পুলিশ কর্মকর্তা ও ১২ মাওবাদী নিহত হয়েছেন। বুধবার (৩ ডিসেম্বর) দন্তেওয়াড়া ও বিজাপুর সীমান্তবর্তী বনাঞ্চলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথবাহিনীর অভিযানের সময় এ সংঘর্ষ ঘটে। অভিযানে রাজ্য পুলিশের ডিআরজি, স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) এবং সিআরপিএফের কোবরা কমান্ডো অংশ নেয়। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। নিষিদ্ধ সিপিআই (মাওবাদী) সংগঠনের সশস্ত্র শাখা পিএলজিএর সদস্যদের উপস্থিতির খবর পেয়ে অভিযান চালানো হয়েছিল। চলতি বছর ছত্তিশগড়ে এ ধরনের সংঘর্ষে ২৭৫ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজন শীর্ষ মাওবাদী নেতা রয়েছেন। দিল্লি আগামী মার্চের মধ্যে মাওবাদী বিদ্রোহ সম্পূর্ণ নির্মূলের অঙ্গীকার করে অভিযান জোরদার করেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।