দফায় দফায় চুক্তির মেয়াদ বাড়িয়ে চট্রগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেছেন একেএম ফজলুল্লাহ। তার বিরুদ্ধে ৩ হাজার ৮০৮ কোটি টাকার স্যুয়ারেজ প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠেছে। তার দুর্নীতির খোঁজে তদন্তে দুদক। দুদকের একটি টিম বৃহস্পতিবার দুপুরে ওয়াসা ভবনে অভিযান পরিচালনা করে। বিভিন্ন নথিপত্র ঘেঁটে প্রাথমিক তথ্য প্রমাণ পাওয়া গেছে বলে জানা গেছে। টিমের প্রধান গণমাধ্যমকে জানান, আলামত সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। ২০ সালে ভবনের তৃতীয় তলায় আগুন লাগে, দুর্নীতির নথি গায়েব করতে আগুন দেওয়া হয়েছে, এইরকম অভিযোগও রয়েছে। নথিপত্র ও প্রতিবেদন যাচাই করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।