৩,৮০৮ কোটি টাকার প্রকল্পে দুর্নীতির খোঁজে দুদক
দফায় দফায় চুক্তির মেয়াদ বাড়িয়ে দীর্ঘ ১৫ বছর চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেছেন একেএম ফজলুল্লাহ। এই সময়ে তার বিরুদ্ধে ৩ হাজার ৮০৮ কোটি টাকার স্যুয়ারেজ প্রকল্পে অনিয়মসহ বিভিন্ন খাতে দুর্নীতির অভিযোগ উঠেছে। তার দুর্নীতির খোঁজে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।