প্যারিসে ইহুদিবিদ্বেষ ও সহিংসতা ঠেকাতে যথাযথ ব্যবস্থা না নেয়ার অভিযোগ তুলে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনকে লেখা একটি চিঠি ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত হওয়ার পর যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত চার্লস কুশনারকে তলব করেছে ফ্রান্স। চিঠিতে রাষ্ট্রদূত ফ্রান্সের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার পরিকল্পনার সমালোচনা করেন। এক বিবৃতিতে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় ‘ফ্রান্স অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে। ফ্রান্স ‘অ্যান্টি-সেমিটিজম মোকাবেলায় সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ।' বিবৃতিতে বলা হয়, কুশনারের মন্তব্য আন্তর্জাতিক আইনের পরিপন্থী, বিশেষ করে কূটনৈতিক কর্মকর্তাদের অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার দায়িত্ব লঙ্ঘন করেছে। এদিকে মার্কিন পররাষ্ট্র দফতর বলছে, ‘রাষ্ট্রদূত কুশনার ফ্রান্সে আমাদের সরকারের প্রতিনিধিত্ব করছেন এবং তিনি আমাদের জাতীয় স্বার্থ বাস্তবায়নে দারুণ কাজ করছেন। উল্লেখ্য, চার্লস কুশনার, যিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও উপদেষ্টা জ্যারেড কুশনারের পিতা।