ফ্রান্সে ‘ইহুদিবিদ্বেষ’ নিয়ে ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত চিঠি, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব
প্যারিসে ইহুদিবিদ্বেষ (অ্যান্টি-সেমিটিজম) ও সহিংসতা ঠেকাতে যথাযথ ব্যবস্থা না নেয়ার অভিযোগ তুলে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনকে লেখা একটি চিঠির ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত হওয়ার পর যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত চার্লস কুশনারকে তলব করেছে ফ্রান্স। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের বরাতে এ তথ্য জানায় আল জাজিরা।