Web Analytics
দক্ষিণ-পশ্চিম এশিয়ার ঐতিহাসিক টাইগ্রিস নদী মারাত্মক দূষণ, উজানের বাঁধ নির্মাণ ও জলবায়ু পরিবর্তনের কারণে দ্রুত শুকিয়ে যাচ্ছে। প্রায় দুই হাজার কিলোমিটার দীর্ঘ এই নদীটি ইরাকের প্রায় এক কোটি ৮০ লাখ মানুষের কৃষি, পানীয়, বিদ্যুৎ ও পরিবহনের প্রধান উৎস। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, জরুরি পদক্ষেপ না নিলে এই নদী অদূর ভবিষ্যতে বিলুপ্ত হতে পারে, যা প্রাচীন নদীতীরবর্তী সম্প্রদায়গুলোর জীবন ও সংস্কৃতিকে বিপন্ন করবে।

বছরের পর বছর অপরিশোধিত পয়োনিষ্কাশন, শিল্পবর্জ্য ও কৃষি রাসায়নিক নদীতে মিশে পানির গুণমান মারাত্মকভাবে নষ্ট করেছে। অপরদিকে, তুরস্ক ও ইরানের বাঁধ নির্মাণে নদীর প্রবাহ ৩০ শতাংশেরও বেশি কমে গেছে। পরিবেশকর্মী সালমান খাইরাল্লা বলেন, টাইগ্রিস শুধু পানি নয়, এটি আধ্যাত্মিকতারও প্রতীক। সম্প্রতি বাগদাদ ও আঙ্কারা ‘তেলের বিনিময়ে পানি’ চুক্তিতে স্বাক্ষর করেছে, যার মাধ্যমে দূষণ নিয়ন্ত্রণ ও আধুনিক সেচব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, ২০৩৫ সালের মধ্যে ইরাক শতাব্দীর সবচেয়ে ভয়াবহ খরার মুখে পড়বে, যেখানে বিশুদ্ধ পানির চাহিদা সরবরাহের চেয়ে অনেক বেশি হবে।

Card image

Related Videos

logo
No data found yet!