ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণ ইসরাইলের বে'র শেভা’র সোরোকা হাসপাতালের একটি ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি পূর্বে তেল আবিব এবং রামাত গান এবং দক্ষিণে হলনেও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এ হামলার বিষয়ে ইসরাইলি স্বাস্থ্যমন্ত্রী উরিয়েল বুসো বলেন, ইরান দেশের দক্ষিণে বে'র শেভায় সোরোকা হাসপাতালকে ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্য করে ‘রেড লাইন’ অতিক্রম করেছে। বুসোকে উদ্ধৃত করে ইসরাইলি সেনাবাহিনী রেডিওতে বলা হয়েছে, ‘এটি ইরানি শাসকগোষ্ঠীর দ্বারা সংঘটিত একটি যুদ্ধাপরাধ।‘ এদিকে আজও আল জাজিরা জানিয়েছে, গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোতেও হামলা চালিয়েছে ইসরাইল। এতে হতাহতের সংখ্যা শতাধিক।